অণুগল্প : মেহেক
তারিখঃ ১ জানুয়ারি, ২০১৯, ০৭:৪০

দুনিয়াতে নাই মানে! ফাজলামি করিস না, ছাড়াছাড়ি হলো বলে, এভাবে বলবি?প্রয়োজন হলে আমি ওর সাথে কথা বলে,সব ঠিক করে দিবো। চিন্তা করিস না।
সেটা আর সম্ভব না বন্ধু। ও দুনিয়া থেকে চলে গেছে এক সপ্তাহ আগে। এই জন্য আমি ঘর থেকে বের হয় নাই। শুধু মসজিদ আর বাসা,গত এক সপ্তাহ এই ছিলো আমার দুনিয়া। বন্ধু জীবনে মাত্র একটা প্রেম করলাম,সেও ছেড়ে চলে গেলো। বেশী ভালোবাসলে কেউ থাকে নারে!
আমি তার কাঁধে হাত দিলাম।দুজনের চোখ ভিজে উঠলো ।
ওর বাবা আমাকে অনুমতি দিলো না,জানাযায় যেতে!দোয়া করি আর কারো প্রিয় জনের যেনো ব্লাড ক্যান্সার না হয়।

মন্তব্য: ০