Alapon

ক্ষুধার্ত হাজারো চোখ

খুঁজো না সুখ, তাদের চোখে
যাদের পেট খালি
থালা ভর্তি খাবার 
ঝাপসা হয় দূরে থেকে
সপ্ন শুধু মরীচিকা
তাদের কাছে
তারা স্বপ্ন দেখে না
তারা স্বপ্ন
দেখতে চেয়ে না ।
ক্ষুদার্থ মানুষেরা খুঁজে খাদ্য
অন্নবস্ত্র বাসস্থানহীন মানুষেরা 
শান্তির দিকে চেয়ে রয়ে  ।
উচ্চ অট্টালিকার উচ্চবৃত্ত মানুষরা 
স্বপ্ন দেখায়ে
বলে মুখে মুখে ।
দিবে কি ? দিবে না " অর্থ "
তাতে মিটবে ক্ষুধা 
চাই প্রচুর অর্থ
যা দূর করবো অভাব ।
দুই দিনের দুনিয়া,
সামনে পিছে আসে যায়
চেয়ে দেখ ক্ষুদার্থ
হাজারো কান্ত মানুষ
হাজারো দুইটি কান্ত চোখ
বাড়িয়েছে তাদের হাত
দেখ, তাদের দিকে
বাড়িয়ে দাও তোমার মানবতার হাত
তাদের সম্মুখে
পাবে,তুমি সুখ খুঁজে তাদেরই মাঝে  ।


পঠিত : ৭২০ বার

মন্তব্য: ০