Alapon

৫টি অনুকাব্য

(১)
যাচ্ছে যাচ্ছে করে
যায় না শীত
কবে আমায় শোনাবে
তুমি বলো, শীতের গীত।

(২)
সবুজ ঘাসে নিয়ম করে
বসে, চা খেতে পারি রোজ
তোমার যদি হতে পারি
আমি, নিয়মিত খোঁজ!

(৩)
মেয়ে সুন্দর
তাকাতেই পারি,তাই বলে কি? 
তাহার মায়ের চোখ
আমায় করবে, ফাড়ি ফাড়ি! 

(৪)
স্মরনিকা আমায় বাসে নি
হাসায় নি, কোন গল্পে! 
তাকে কোন দিন, জানাই নি
আমার পৃথিবী তার চেয়ে,কতোটা বড়! 

(৫)
আমার লেখা পদ্যে
তাহার আছে টোল পড়া গাল।
লিখি তাহাকে শত শত গদ্যে
সে বাস করে, ইঞ্চি কয়েক, আমার বুকের মধ্যে।


পঠিত : ২২০৩ বার

মন্তব্য: ০