Alapon

প্রিয়জন ও বই

আমার কেনো এমন হয়
প্রিয়জন তার,প্রয়োজন ভাবে! 
মধ্যদুপুর যায়,তাহারে ভেবে
বইমেলায় একা লাগে।

প্রথমার বন্ধুরা ভাবে
বই কিনিবো,অনেক হারে!
প্রিয়মানুষের থাকা লাগে
আমার তখন, যেমন লাগে।

আমার পাশে থাকা লাগে
প্রিয়মানুষের আদর লাগে
বইমেলার বই লাগে।
লেখকের ভালোবাসা ভরা
পাতায়,আমার নামটি লাগে।

বইমেলায় একা হাঁটি
আমার একা লাগে
আমার বিষাদ লাগে! 
প্রিয়জন তার,প্রয়োজন ভাবে!

পঠিত : ৮৩৯ বার

মন্তব্য: ০