Alapon

এই সংকটে

এই সংকটে কে হবি ত্রাতা
কে হবি সে বীর- মুক্তিদাতা
কে বাড়াবি হাত, করে উদ্ধার-
দেখাবি জাতিরে মুক্তির দ্বার।

কে হবি আজিকে ঊষার আলো
কাটাবি এ ঘোর আঁধার কালো।
ভাঙাবি সুপ্তি পাষাণ প্রাণ,
তুফানের মাঝে দিবি আযান।

কে যাবি ঐ সে ভাঙা ঘরে
কাঁপছে দেখবি কারা ডরে।
বেদনা বৃক্ষে চাপা পড়ে,
কেন মরে যুবা হাহাকারে?

কেন রে এতই বৃথা হুতাশ,
হাহাকার করে কালো আকাশ!
কেন প্রাণ থেকে’ মুর্দা লাশ,
কেন তোর হাতে পচা গেলাস?

কে দিবি আমারে রঙিন দিল
সুরাহি পূর্ণ সুখ ফেনিল,
তাজা টকটকে রক্ত বান,
আন্ধারে গাবি আলোর গান।

মরা লাশে লাগা শক্ত ঘা,
বিছানার সুখে আগ লাগা,
পাষাণ খাটিয়া’ দে আছাড়,
হতাশার বুকে তোপ দাগা।

তোর বুকে কর রক্ত চাষ,
ভেঙে ফেল ওই পচা গেলাস।
মরা ঘাসে কর পরাণ দান,
পাথর বুকে দে ফুল বাগান।

পঠিত : ১৪৫০ বার

মন্তব্য: ০