Alapon

"বাবা"

শৈশবের স্মৃতিগুলো ভাসে চোখের কোণে
বাবা,আজ তুমি নেই বলে,
কেউ ডাকেনা খোকা আয় বুকে!
কেউ বলেনা খোকা করিস নে দেরি
তাড়াতাড়ি ফিরবি ঘরে,
কেউ বলেনা ভর দুপুরে ছুটিস নে
খেলার মাঠ জুড়ি।

ফিরতে হলে দেরি
ভাবতে সারাক্ষণ জুড়ি,
মুঠোফোনের রিংটোনটা বেজে উঠতো
যতক্ষণ বাড়ি না ফিরি,
ঘরে ফিরতেই শুরু করতে কথার ঝুড়ি
আজ তুমি নেই বলে
বাবা নামটা ভেসে ওঠেনা
সেদিনের মতো ফোনের স্কিন জুড়ি।

তুমি ছিলে ভরসা ছিলো
ছিলো রঙিন আশা,
আমায় একা করে
কোন অভিমানে হয়েছো রাতের তাঁরা?

সান্ধ্যবেলা আকাশপানে তোমায় খুঁজি
চোখের জলে ভাসে আখি,
দাও না দেখা তুমি
কোন অভিমানে হারালে তুমি?
এই স্নেহের বাঁধন ছাড়ি।

বাবা,প্রতিনিয়ত তোমার শূন্যতায় ভুগি
মাথার ছায়া ছিলে তুমি
আজ ছায়াবিহীন গন্তব্যহীন পথে হাটি।
বাবা,আজও তোমায় ডাকি
আরেকটিবার ডাকো
খোকা আয়,তোকে বুকে টানি।

পঠিত : ৬৯৩ বার

মন্তব্য: ০