Alapon

গন্তব্য

হেঁটে চলেছি নিরন্তর
যুগ থেকে যুগান্তর, দেশ হতে দেশান্তর
একটুখানি প্রশান্তির অপেক্ষায় কাঁদে এই অন্তর।


এ শহরে শান্তি নেই
অধিকার নেই ভালোবাসার
মানুষের মানবতা নেই, মূল্য নেই আশার।


এখানে স্বাধীনতা নেই
পরাধীনতার শিকলে গণতন্ত্র,
সত্য আর ন্যায়ের বিরুদ্ধে ক্রমশই বাড়ছে ষড়যন্ত্র।


স্বাধীনতা নেই মুক্তচিন্তার
বাতাসে কেবল অসহায়ের আর্তচিতকার,
জানোয়াররা দিয়েই যাচ্ছে আলোর মশালে ফুঁৎকার।


শিক্ষকের সম্মান ভুলুন্ঠিত
পদে পদে তাঁরা আজ লাঞ্চিত,
তন্দ্রাচ্ছন্ন সমাজ কেবল দেখেই চমকিত।


পরীক্ষার আগেই প্রশ্নফাঁস
মৃতপ্রায় বেঁচে থাকার শেষ আশ,
প্রজন্মের পর প্রজন্ম খেয়ে যাচ্ছে দীর্ঘস্থায়ী বাঁশ।


এ শহরে নেই নিরাপত্তা
দাম নেই বুদ্ধিজীবীর বুদ্ধিমত্তা,
নির্লজ্জ বেহায়া জ্ঞানপাপীরা বেঁচে দিয়েছে সত্ত্বা।


লাখো শহীদের রক্তের দেশে
বাতাসে জঙ্গিদের আস্ফালন ভাসে,
লজ্জায় অভিমানে বোবা হয়ে যাই এই ছিল অবশেষে ?


বাতাসে লাশের গন্ধ
অক্সিজেনের মাস্ক হয়ে গেছে বন্ধ,
বেওয়ারিশ লাশ কেটে কেটে ডোম হয়ে গেছে অন্ধ।


দেশমাতৃকার স্বার্থ জলাঞ্জলি
জাতি আজ ব্যাস্ত দিতে শহীদবেদীতে অঞ্জলি,
চালকের আসনে বসে মানুষরূপী শয়তানমন্ডলী।


ঐক্য নেই নেতৃত্বের
বড্ডো অভাব ভ্রাতৃত্বের,
পরকীয়ায় খুন হলো সন্তান, কলঙ্ক মাতৃত্বের।


কোথায় শান্তি কোথায় মুক্তি
খুঁজেফেরে হয়রান সব মানুষেরা,
কবি বলে আগে মানুষ হো, যত মানুষরূপী অমানুষেরা।


কবি আজ ক্লান্ত
তবু নয়তো আশাহত,
ন্যায়ের মশাল জ্বালবেই, হোক আহত কিংবা নিহত।

পঠিত : ৮৩৬ বার

মন্তব্য: ০