Alapon

প্রিয় থেকেও অপ্রিয়

দিনকে দিন
আমি তোমার প্রিয় হয়ে উঠছিলাম।
জানো?
ভয় পাচ্ছিলাম।

উড়তে উড়তে
আর,কতোদূর যাওয়া যায়
বলো? 

এলো সেদিন
একটু একটু করে
ভুল বোঝার,গল্প ফেরী করে
ঘুমাতে যেতাম রোজ।

ভোর হয়
সন্ধ্যা নামে দিগন্তরেখায়।
প্রিয় মানুষ থেকে 
হয়ে উঠছিলাম অপ্রিয়।

দেখা হতো মাঝে
জমতো না গল্প 
বিকেলের সাঁজে।
দুচোখে বিষাদ জমা রেখে
মনটা হতো তখন,খুব বাজে।

একদিন জানলে
আমার বুকে নিঃশ্বাস নেই।
অথচ তুমিই বলতে আমায়
তুমিই আমার নিঃশ্বাস। 
না পেলে তোমায়
খুন করবে,এ জগতের বিশ্বাস।

এতো ভালোবাসো? 
কি বাজে স্বভাব তোমার!
বিষাদ জমা রেখেই
বাসের বাড়ির ফিরার তাড়ায়,
খুব আপন করে পিষে দিলো।
জানাতে দিলো না তোমায়,
তোমার ওই বাজে স্বভাবটাই
খুব প্রিয় আমার।



পঠিত : ২৫৫৩ বার

মন্তব্য: ০