Alapon

"ভ্রান্তিঘোরে" ~ আহমদ মুসা

আছি ঘুমের ঘোরে,বেখবরে,
দিবানিশি স্বপ্নে বিভোর,
রঙ্গের দুনিয়াতে।
ভোগ বিলাসে মত্ত  শুধু
হেলায় দোলায় কাটছে বেলা,
রঙ্গের সাথে রঙিন খেলা!

ভুলে আছি তবুও নিজ সত্ত্বা,
রয়েছি তবে ভ্রান্তিতে!
চলছি তবু খেয়ালিপনায়,
নেই তাগড়া ভাগ্য গড়ায়।
ফিরছি তবু মৃদু আপন ঠিকানায়,
কবে, কোথায় পাবো নিস্তার? 

ছুটছি পিছু বিত্ত -ঐশ্বর্যের,
কাটছে বেলা আপন খেলায়,
নেই তবু চিন্তা আমার,
আপন সৃষ্টির ইচ্ছে নিয়ে।
কি কারণে সৃজন আমার?
কোন সে পথের যাত্রী আমি?

স্রষ্টার বিধানে নেই আমার কর্মপন্থা, 
ভাগ্যের হাতে দিয়েছি সপে,
চাওয়া পাওয়া,সব আকুলতা!
আছি মগ্ন স্বার্থের খেলায়,
যখনই আসছে সুবর্ণ  সুযোগ 
লুপে নিচ্ছি সবার আগে। 

বিবেক আমায় দেয় না নাড়া,
ন্যায়ের পথে জীবন গড়ার!
 হতাশা আমায় করছে তাড়া,
তাই হয়েছি ছন্নছাড়া!
আছি আমি ভ্রান্তিঘোরে,
আশ্রয় দিও তোমার কুদরতে!!

পঠিত : ১৩৮২ বার

মন্তব্য: ০