Alapon

"স্বপ্নের পৃথিবী চাই" ~ আহমদ মুসা


স্বপ্নের পৃথিবী চাই গড়তে বাস্তবে, 
যেখানে পাবে না ঠাঁই কষ্ট অনুভবে!
থাকবে সবাই  মিলে একই কাতারে,
ভাইয়ের আলিঙ্গন  মায়ের আদরে!
পাবে সৌহার্দ্য, প্রেম ও ভালোবাসা স্থান,
স্বার্থপরতা যেখানে হবে বেমানান! 
সমতা আর সম্প্রীতি  হবে সেতুবন্ধ,
দূর হবে গ্লানি আর অবসাদ-ক্রন্দ!

মুছে যাবে এ ধরায় হিংসা ও বিদ্ধেষ,
   অপকর্ম আর মন্দ হবেই নিঃশেষ!
পাবে সমঅধিকার, ন্যায্য মূল্য সবে,
রবে না কোন স্বার্থের  দ্বন্দ্ব এই ভবে!
সুখ ও শান্তির দ্বীপ্তি বইবে বার্তায়,
স্বপ্নের নীড় গড়বে  তবে বিশ্বময়!


ছন্দ:অক্ষবৃত্ত..   

পঠিত : ১৩৯৭ বার

মন্তব্য: ০