Alapon

শুভ নববর্ষ

শুভ নববর্ষ ১৪২৬ প্রাপ্তি আর অপ্রাপ্তিকে ছাপিয়ে কালের আবর্তে হারিয়ে গেলো আরো একটি বছর।অনেক হাসি আর কান্নাকে ছাপিয়ে চলে গেলো একটি বছর।প্রাচীন কাল থেকেই আমাদের কিছু চিরাচরিত কিছু  ঐতিহ্য রয়েছে আমাদের এই জনপদে।
ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন তারা নতুন ভাবে পাওনা ও দেনা পরিশোধ ও নতুন খাল খাতা শুভ উদ্ভোদন করেন  তারা, পাশাপাশি কিছু খাবারের আয়োজন করে  থাকেন। পাশাপাশি পান্তা ইলিশের খাবারের একটি ঐতিহ্য রয়েছে প্রাচীন কাল থেকে। স্কুল কলেজ পার্কে থাকে মানুষের প্রচুর পরিমাণ  উপস্থিতি। সামাজিক সংগঠনের আয়োজনে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচ। গ্রাম গুলোতে প্রাচীণ কাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে বসে বৈশাখী মেলা। ছোট বেলায় সেই মেলায় যায়নি এমন গুটি কয়েক কে হয়তো পাওয়া যেতে পারে। আগে থেকেই বায়না দরে রাখতাম বাবা, ভাই কে বলতাম ভাইয়া আমাকে মেলায় নিয়ে যাবা এসব কিনে দিবা আর কার কাছে কত টাকা পাওয়া যাবে কি কি কিনবো এবারের মেলা থেকে তার একটি পরিকল্পনা থাকে।                         

পঠিত : ৯৮৩ বার

মন্তব্য: ০