Alapon

আল রাযি গুটিবসন্তের আবিষ্কারক।

আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাযি। 
তিনি একজন দক্ষ পারসিয়ান চিকিৎসক, দার্শনিক এবং একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন। 
তিনি ৮৪১ খৃষ্টাব্দ ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। 
তিনি চিকিৎসাবিদ্যা,আল কেমি,পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ে ১৮৪ টিরও বেশি গ্রন্থ রচনা করেন।
তিনি ইথানল উৎপাদন বিশোধন চিকিৎসায় এর ব্যাবহার প্রক্রিয়া আবিস্কার করেন।তিনি প্রথম পদার্থের শ্রেনী বিভাগ রসায়নিক পদার্থ কে উদ্ভিদ,প্রাণী ও খনিজ হিসেবে বিভক্ত করেছেন।
বর্তমানে তার এ পদ্ধতি আধুনিক হিসেবে বিশ্বের স্বীকৃত। খনিজদ্রব্য কে তিনি তরল ও নিরেট দ্রব্য পাথর গন্ধ সোহাগ ও লবনে বিভক্ত করেছেন। 
তিনি উদ্বায়ী অনুদ্বায়ী স্পিরিটে পার্থক্য দেখিয়ে গন্ধক,পারদ,আর্সেনিক স্থান দিয়েছেন।
তিনি কৃত্রিম উপায়ে  বরফ বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন।কেননা সে সময় পানি থেকে  মানুষ বরফ বানানোর প্রক্রিয়া জানত না।
আল রাযির সবচেয়ে বড় অবদান হচ্ছে "আল হাবি" যা একই সাথে চিকিৎসা প্রণালী ও ঔষধের ব্যবস্থা সংবলিত একটি অভিধান।এই বিরাট বইটি ২০ টি খন্ড আছে। তিনি ৯২৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

পঠিত : ১৩৯৮ বার

মন্তব্য: ০