Alapon

আজও ভুলিনি

আমি যখন রাস্তায় পড়ে থাকতাম তখন কেউ আমাকে জিজ্ঞেস করতো না,
আমি যখন ডাস্টবিনের পচা খাবার খেতাম তখন আমাকে কেউ খাবার দিত না,
আমি যখন কুকুরকে বালিশ বানিয়ে ঘুমাতাম তখন কেউ আমাকে শিখাতে আসেনি
এটা নাপাক, ওর গায়ে গা লাগলে তুমিও নাপাক হয়ে যাবে। কেউ একটা বালিশ দেয়নি,
আমি যখন পেটের দায়ে চুরি করতাম তখন কেউ আমাকে এক ফোটা জলও দেয়নি,
দিয়েছে শুধু অপমান, গ্লানি, বিষাদ, মেরেছে পেট বরাবর লাথি!
মেরেছে হাতে, মেরেছে পায়, মেরেছে আমার সর্বাঙ্গে!
এখন এ সমাজ আমাকে সুন্দর দেখাতে এসেছে
আমাকে শিখাতে  এসেছে কোনটা পবিত্র কোনটা নাপাক
এসেছে দান করার কৌশল এবং তার উপকারিতা শিকাতে।
আমার লাথি খাওয়া শৈশব, কৈশোর তোমরা ভুলতে পারো, আমি ভুলিনি আজও!
আমার হৃদয়ে সে বিষাদের সুর আজও বাজে, 
আজও সে সুরে হৃদয় নীরবে কাঁদে!
তোমরা ভুলতে পারো, তোমাদের সে জুতা হারিয়ে যেতে পারে,
আমার ক্ষুধার্থ পেটে লাথি মারার সে কথা, সে ব্যাথা আমি আজও ভুলিনি!!
গরিবের বাচ্চা বলে যে গালি দিয়েছিলো এসমাজ তা আমি ভুলিনি, আজও না।
আমার আজও স্পষ্ট মনে আছে,
আমার দু'টাকার ভিক্ষার হাত, 'এখন হবে না' বলে ফিরয়ে দিয়েছিলে!
ভুলিনি, আজও আমি তোমাদের সে নির্মম চিত্র ভুলিনি!!

#আজও ভুলিনি
#মাস্টার পুত্র(সাব্বির হোসেন)
ডেমরা, ঢাকা।

পঠিত : ৭৭২ বার

মন্তব্য: ০