Alapon

ভারতে জীবন্ত মাটি চাপা দেওয়া হল নবজাতক কন্যা শিশুকে (দেখুন ভিডিওসহ)

আরবের অন্ধকার যুগে কন্যা সন্তানদের জীবন্ত মাটিচাপা দেয়ার ঘটনা নাকি বানানো ছিল!!! মুহাম্মদ (সঃ) ও তার অনুসারীরা (রাsmile নাকি ইসলামের মাহাত্ম তুলে ধরার জন্য এই সব গাল-গল্প বানিয়েছে। কিছুদিন আগে ঠিক এমনটাই পড়েছিলাম এক কলা-বিজ্ঞানীর লেখায়। আরবে নাকি আগে থেকেই তাদের মতো কলা-বিজ্ঞানীতে ভরপুর ছিলো তাই ঐসব ঘটনা ঘটার কোনো চান্স ছিলোনা। আজ দেখলাম ভারতে একুশ শতাব্দীর বিজ্ঞানময় সংস্কৃতির মধ্য দিয়ে এক নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হয়েছে (নিউজ লিংক) (ভিডিও লিংক)। আফসোস, আপনাদের কলা-বিজ্ঞান ১৫০০ বছর আগে কাজ করলেও ২১শতকে এসে কাজ করতেছেনা, কলাকে আপগ্রেড করুন।


বিশ্বের সব খুঁটিনাটি বিষয়ে কলা-বিজ্ঞানীরা খোঁজ খবর রাখে, ডারউইনের জন্মদিন পালন থেকে শুরু করে অজপাড়া গায়ের কোনো মসজিদের ইমামের পানের পিক ফেলার খবর, কিছুই তাদের নজর এড়ায় না। ভারতের এতো বড় ঘটনা দেখবেন ঠিকই চেপে যাবে, দেখেও না দেখার ভান করবে।


ভাগ্যিস ঘটনাটা কোনো যবনের দেশে ঘটেনি ।

পঠিত : ৮৪১ বার

মন্তব্য: ০