Alapon

ব্লগার সমাচার

জীবনে প্রতিটি দিন, এক একটি ক্লাস। শিখিয়ে যায় নতুন নতুন কিছু।
এইতো কদিন আগের কথা। এক জায়গায়, শখ কি জান্তে চাইলে বললাম ব্লগিং।
এরপর শুরু হলো নানান রকম প্রশ্ন।
আপনি কি ব্লগিং করেন, নাকি ভ্লগিং?
আমিঃ ব্লগিং...
অডিয়েন্সঃ ব্লগিং এবং ভ্লগিং এর মধ্যে পার্থক্য কি?
আমিঃ ...(বুঝিয়ে বল্লাম)
এর কয়েকদিন পর...
(এক বিশেষ অজ্ঞ হাজির হলেন ...
তাকে খাটো করার উদ্দেশ্যে বলছিনা)
বিশেষ অজ্ঞ: এই আপনি বলে ব্লগার?
আমিঃ হ্যাঁ
বি,অ: ব্লগার অর্থ কি জানেন?
আমিঃ বলুন
বি,অঃ না, আপনি বলেন
আমিঃ না, আপনি বলেন
বি,অঃ ব্লগার মানে নাস্তিক, ধর্ম বিদ্বেষী
প্রচন্ড রাগ এসে গেলো।
আমিঃ কি ভাবে জানলেন
বি,অঃ এটা কোনো ব্যাপার হলো। নেটে সার্চ দিলেইতো চলে আসে
আমিঃ দেখানতো
বি,অঃ (ইউটিউব থেকে বিভিন্ন নাস্তিক ব্লগারের ভিডিও দেখালো) এই যে...
আমিঃ আরে এটাত কোন তথ্য হলো
বি,অঃ এখন তো নেটে সার্চ দুলেই তথ্য চলে আসে
আমি: ভাই এটাতো কোন তথ্য না। এটা একটা ঘটনার ভিডিও
স্নাতক শেষ করা একটা ছেলে, তথ্য প্রযুক্তির এই যুগে কি ভাবে মূর্খের মতো কথা বলে।
আসলে যারা নিজেকে সসবজান্তা শমসের ভাবে তারা এমনই কথা বলে। কোন আইন মানেনা...
(হায়রে শিক্ষা ব্যবস্থার উন্নতি। হায়রে ডিজিটাল দেশ )

পঠিত : ৫৪৩ বার

মন্তব্য: ০