Alapon

যে দেশের সরকার-ই ভোট ডাকাত, সে দেশের কর্মচারীরাতো চোর হবেই!

পত্রিকায় দেখলাম দূর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুদক পরিচালক অর্থাৎ
দূর্নীতি দমন কমিশনের পরিচালক বরখাস্ত! কথা হচ্ছে, এই কর্মকর্তার তো
দূর্নীতি দমন করার কথা। কিন্তু তিনি নিজেই দূর্নীতিতে জড়িয়ে পড়লেন কেন?


প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাকে সেই ১৪০০ বছর আগের ইতিহাসে ফিরে যেতে
হল। তখন চলছিল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন উমর ইবনুল
খাত্তাবের শাসনকাল। মুসলিম বাহিনী কাদিসিয়্যার যুদ্ধে অবতির্ণ হয়েছে এবং
যুদ্ধে জয়লাভ করেছে। বিজয়ের সাথে সাথে প্রচুর গনিমতের মালও লাভ করেছে। সেই
গনিমতের মালের মধ্যে ছিল পারস্যের সম্রাট খসরুর স্বর্ণ খচিত জামা, কোমর
বন্ধনি, স্যুট, জুতা এবং তরবারি। সেনাপ্রধান উক্ত পোশাক পরিচ্ছেদ এবং মোট
গনিমতের এক পঞ্চমাংশ সম্পদ মদীনায় আমিরুল মুমনিনের কাছে পাঠিয়ে দিলেন। যখন
ভরা মজলিসে এসকল মালামাল ঠালা হচ্ছিল তখন খলিফা উমর ইবনুল খাত্তাব কেঁদে
ফেললেন এবং বললেন, তাঁরা কতই না সৎ।

তখন প্রখ্যাত সাহাবি আলী ইবনে
আবু তালিব রা. বললেন, ইয়া আমিরুল মুমিনীন আপনি সৎ তাই আপনার অধিনস্তরাও সৎ।
আপনি যদি অসৎ হতেন তাহলে তারাও অসৎ হতো!

ডিআইজি মিজান নাকি সেই
দুদক কর্মকর্তাকে এ পর্যন্ত ৪০ লাখ টাকা ঘুষ প্রদান করেছেন। এখন প্রশ্ন হল
এতো বিশাল সংখ্যক টাকা ঘুষ দেওয়ার মত টাকা ডিআইজি মিজান কোথায় পেলেন?
আর দূর্নীতি দমন করার দায়িত্বে নিয়োজিত থাকা সেই দুদক পরিচালক দূর্নীতি করার সাহস কোথায় পেলেন?

আমি
বলব, এই সাহস আমাদের সরকার বাহাদুরই তাদের দিয়েছেন। যে দেশের সরকার রাতের
আধারে ভোট চুরি করে ক্ষমতায় আসে, দিনে দুপুরে ব্যালট বাক্স ছিনতাই করে
দেশের ক্ষমতা দখল করে, সেই সরকারের দেশে এমন দূর্নীতি হওয়াটাই তো
স্বাভাবিক। বিখ্যাত সাহাবী আলী রা. এর সুরে সুর মিলিয়ে বলব, আমাদের দেশের
সরকার চোর তা-ই দেশের কর্মচারীরাও চোর। যদি দেশের সরকার গণতন্ত্রকে হত্যা
না করে, রাতের আধারে ভোট চুরি না করে জনগণের বৈধ ভোটে ক্ষমতায় আসতো তাহলে
নিশ্চয়ই দূর্নীতি দমন কমিশনের এই পরিচালক এতো বড় দূর্নীতি করার সাহস করত
না। সেই সাথে ডিআইজি মিজানও ঘুষ ও দূর্নীতির আশ্রয় নিয়ে এ অঢেল সম্পদের
মালিক হওয়ার সাহস করত না!

যে দেশে আইন প্রনেতারাই প্রতিনিয়ত সাগর
চুরিতে ব্যস্ত, সে দেশের আইন প্রয়োগকারীরা এহেন ছোটখাটো পুকুর চুরি করবেই!
জাগতিক নিয়মানুসারে এমনই তো হওয়ার কথা! অতএব অবাক হওয়ার কিচ্ছু নেই।

পঠিত : ৭৩৫ বার

মন্তব্য: ০