Alapon

নীলাক্ষী

নীলাক্ষী
লেখাঃ বাঁধন

তুমি ঠিক তেমন একটা মেয়ে, যার দিকে 
তাকালে আকাশটাকেও কেনো জানি অনেক
ক্ষুদ্র মনে হয়।
তুমি এমন একটা মেয়ে, যার  চোখে পদ্মপারের জল খেলা করে।
যার চোখে হাজার সমুদ্রের জলোচ্ছ্বাস।
তুমি এমন একটা মেয়ে, যার দিকে চাইলে নিজেকে কেমন জানি তুচ্ছ মনে হয়।
হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার ওই দুটো চোখে।
তুমি কথা বললে আমার শহরে সব কিছু স্তব্ধ হয়ে যায় শুধু শুনতে পাই তোমার কথার প্রতিঃধ্বনি। 
তুমি যখন আমার বুকে হাটো, আমার বুকে তখন কম্পন সৃষ্টি হয়।
এক ধরনে শিহরিত তরঙ্গ আমার পুরো শরীরকে অবশ করে রাখে।
আমি স্বপ্নে তোমায় দেখি, বাস্তবে তোমায় খুঁজি।
আমি তোমাকে হাজার বার হারিয়ে লক্ষবার খুঁজে বেরায়।
কেনো এমন করি আমি জানি না।
কি আমার উদ্দেশ্য, তাও আমি জানি না।
আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি।
আচ্ছা নীলাক্ষী শব্দের অর্থ কি তুমি জানো?
আমার মনে পড়ছে না।
নীলাক্ষী....
আর কিছু মনে পড়ছে না।
এটাই তোমাকে দেওয়া আমার প্রথম উপহার।
তবে তোমার কাছে একটা জিনিস চাইবার আছে।
ভয় পাচ্ছো?
ভালোবাসতে বলবো না!
আমার জন্য হয়তো ভালোবাসা নিষিদ্ধ। 
আমি শুধু চাই তোমার এই মুখটাতে যেনো সব সময় হাসি থাকে।
কেনো জানো?
কারণ তোমার মুখের ঐ এক টুকরো হাসি কারো জীবনের পথ চলার একমাত্র অনুপ্রেরণা। 
সন্ধ্যা হতে লাগলো, 
আমাকে এবার যেতে হবে
ভালো থেকো নীলাক্ষী।


পঠিত : ১২৫৫ বার

মন্তব্য: ০