Alapon

প্রিয় বাঁধন

প্রিয় বাঁধন
লেখাঃ বাঁধন

দু চার লাইন লিখলেই বুঝি লেখক হওয়া যায়?
তাহলে তো তোমার মতো লেখকে
শহর ছেয়ে যাবে।
পাঠক পাঠিকা রা তো মহা মুশকিলে পরবে?
তুমি কি জীবনানন্দের বনলতা সেন পড়েছো?
রবি ঠাকুরের প্রেমের কবিতা?
জয় গোস্বামী, রুদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ কিংবা রুদ্র গোস্বামী?
শক্তি চট্টোপাধ্যায়, হেলাল হাফিজ?
এ গুলো না পড়েই কবিতা লিখতে বসে গেলে?
অক্ষরবৃত্ত, কবিতার ছন্দ এসবে জ্ঞান কি আছে তোমার?
শুধু দু এক লাইন অনুভূতি প্রকাশ করলে হয়তো তুমি ভেঙে যাওয়া কোনো নারীর মন কে স্পর্শ করতে পারবে,
কিন্ত সেটা কবিতা হবে না বাঁধন।
তোমার কবিতা তারাই পছন্দ করে যাদের জীবনের কিছু অংশ তুমি স্পর্শ করতে পারো।
কিন্তু তোমার কবিতা কি শুধু তাদের জন্য?
বাকিদের পড়ার কি কোনো অধিকার নেই?
আমি মানছি তুমি অনেক ভাবতে পারো তাই বলে
লেখাটা কিন্তু ছেলেখেলা নয় বাঁধন।
লেখা একটা আর্ট, একটা শিল্প
এটা তোমাকে বুঝতে হবে।
শুধু প্রেমের কবিতা কিংবা প্রেমের ব্যর্থতার কথা লিখে কবি হওয়া যায় না বাঁধন।
আমি চাই তোমার লেখা সারা পৃথিবীর মানুষ পড়ুক।
তোমার কবিতা যেনো প্রতিটা অনুষ্ঠানে আবৃত্তি হয়।
সকল পাঠকের হৃদয়ে জায়গা না করতে পারলে তুমি কিসের কবি?
তোমার শুভকামনা করছি, আর হ্যাঁ আমার জন্য এক খানা কবিতা লিখো।
কোনো এক বৃষ্টিভেজা দিনে যখন মন খুব খারাপ করবে তখন তোমার কাছে এই কবিতা খানা চাইবো।

ইতি
তোমার কবিতা

পঠিত : ১৩৪১ বার

মন্তব্য: ০