Alapon

আমাদের প্রবাসীরা কেমন আছে?





যখন পত্রিকা বা অনলাইন নিউজে দেখি বিদেশ গমনের পথে আমাদের দেশের শিক্ষিত যুবকরা অসহায়ের মতো জীবন দিচ্ছে। পানিতে বা বনে জঙ্গলে অথবা চোরা পথে একদেশ থেকে আরেক দেশ যাওয়ার সময় ড্রামের মধ্যে।

প্রশ্ন জাগে দেশের/ সরকারের কি প্রবাসীদের জন্য কিছু করণীয় নেই।

বেকার সমস্যা সমাধানের দ্বায়িত্ব সরকারের সমস্ত কাজের মধ্যে অন্যতম কাজ নয় কি?

তবে কেনো সরকার দির্ঘদিন এই দালাল সমস্যার যথাযথ সমাধান করছে না!!!

দালালদের কাছে কি সরকার জিম্মি?  
নাকি,  মানুষের আসল সমস্যা গুলো সরকারের কর্ণ কূহরে পৌছাচ্ছে না।

দেশের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম মাধ্যম শুধুমাত্র সরকারের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে । 
বিদেশে জনশক্তি প্রেরণের সকল পথ ও পন্থা গুলো অসচ্ছো।

আবার যখন এই অধিকার বঞ্চিত মানুষের ঘামঝরানো টাকা দেশে আসে তখন ঠিকই আনন্দের ঢেঁকুর তোলে সবাই।


জাতি হিসেবে আমাদের সকলের লজ্জাবো থাকা উচিৎ। আমাদের দ্বয়িত্বহীনতার কারণে আমাদের সন্তান, আমাদের ভাই যেখা‌নে সেখানে মরে পচে গোলে যাচ্ছে। অথচ, আমরা নিজেদের কে মধ্য আয়ের দেশের বাসিন্দা দাবি করছি। অথচ, প্রবাসী বাংলাদেশিদের অবস্থা দেখলে মনে হয় এরা কোন মঙ্গা কবলিত এলাকার/দেশের মানুষ। তাই জীবনের ঝুকি নিয়ে প্রবাস আসছে বা যাচ্ছে।  এই সুযোগে সবাই, যে যার মতো করে সুবিধা নিচ্ছে। ন্যায় বিচার পাওয়া যেনো তাদের কোন অধিকার নেই। 

তাইতো, (অবৈধ)আদম ব্যাপারি তথা ট্রাভেল এজেন্সি এবং তাদের দালালরা ইচ্ছে মতো নিরিহ মানুষদেরকে প্রতারিত করে চলেছে। নেই কোনো আইনি ব্যবস্থা ...

পঠিত : ১৬৯১ বার

মন্তব্য: ০