আমরা বিরতির নিঃশ্বাস নেবো না
তারিখঃ ২০ জুন, ২০১৯, ০৮:২০

দীর্ঘ প্রতীক্ষার পর
বড্ড অসময়ে বিরুদ্ধ স্রোত ঠেলে এলে হে সিপাহসালার!
বধ্যভূমির মধ্যে লাশের পর লাশ মাড়িয়ে
এই কন্টকময় যাত্রা পথে
সাইয়্যেদ কুতুব, হাসানুল বান্নার পথ ধরে
রক্ত আর শহীদদের রেখে যাওয়া
পবিত্র আমানত কাঁধে নিয়ে।
.
হে বখতিয়ারের ঘোড় সওয়ারী!
মিশরের একমাত্র বৈধ প্রেসিডেন্ট
তোমাকে একগুচ্ছ বসরাই গোলাপ দিয়ে
অভিনন্দিত করতে পারলো না সালমান আর তার দোসররা
মিসরের গোলাম জনতা, গোলামই থেকে গেলো
একটুও সহ্য করতে পারলো না জালিম সিসি
আমরাও তোমাকে যথার্থ মূল্যায়ন করতে পারিনি
কারণ আমরা সালাতে সংযমে শুদ্ধ হই বটে
কিন্তু মনের পশুকে তোয়াজ করতে করতে
নিজেই পশু হয়ে উঠি।
.
আজ আমাদের সালাত পর্যবসিত নির্মম প্রথায়
আমাদের প্রার্থনা পরিণত ব্যক্তিগত রোদনে
আমাদের নিয়ত পঁচে পাথরপিন্ড হচ্ছে ফরমালিন দূষণে
আমাদের কলিজায় চেপে বসে আছে হিন্দার স্বৈরাচার।
.
আমাদের চারপাশে জিহ্বা বের করে আছে লোভার্ত শারমেয়
আমাদের ঐশ্বর্য্য লুটে নেয় লুটেরা হার্মাদ
আমাদের চারপাশে দূর্নীতির মচ্ছব
আমাদের জনপদগুলো পাশবিক আক্রোষের শিকার।
নৈতিকতার চারাবৃক্ষকে দুমড়ে মুচড়ে দিচ্ছে দানবিক বুলডোজার।
অদ্ভুত আঁধার এক ঘিরে ফেলেছে সারা বিশ্বকে
অন্ধরা এখন পথ প্রদর্শক
বিবেকবর্জিতরাই বিবেক ফেরী করে ফিরছে চারদিক।
.
মুরসি আজ তুমি চলে গেলে
কিস্তু ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’
তাই কোন শব্দে আমরা বেদনা প্রকাশ করছি না
কারণ শুধু কাঁদলে হবে না—জ্বলেও উঠতে হবে!
তোমার চলে যাওয়ায় ব্যথিত,মর্মাহত, শোক-প্লাবিত না হয়ে
তোমার ঈমানের তেজ,প্রজ্ঞা,ত্যাগ, ইস্পাত কঠিন দৃঢ়তা
কুরবানি ও নেতৃত্বকে সম্বল করে
শপথ নিচ্ছি ,আমরা ভেঙে গুড়িয়ে দেবো -
জালিম শাহীর পাপ প্রাসাদ।
.
এভাবে লৌহ কপাটে বন্দী রেখে
কে আমাদের ভয় দেখাতে চায় ?
কে আমাদের উচ্ছেদ করবে সমূলে ?
সে উম্মাদ !সে উম্মাদ ! উম্মাদ !
কোনো উম্মাদের প্রলাপ শোনা আমাদের কাজ নয়।
.
আমাদের অস্তিত্বে নিখিল মানবতা
আমাদের চেতনায় তাবৎ সৃষ্টির আত্মীয়তা
আমাদের অঙ্গিকারে গোটা জাহানের আমানত।
.
সূর্য্যের পক্ষ থেকে ঘোষিত হচ্ছে সালাম
সমুদ্রের পক্ষ থেতে উচ্ছ্বল অভিবাদন
বর্বরতার তিমির থেকে মুন্ডুখসা লাশের মিছিল থেকে
আলোর পথে নিয়ে যাওয়ার জিম্মা আমাদের
হিমাংকের নিচেও আমরা থাকি দায়িত্বে অবিচল।
.
দেখো ডানে হায়েনা, বামে ড্রাগন
পেছনে নেকড়ে, সামনে গোখরার ফণা
তবুও কি আমরা একটিবারের জন্যও থেমেছি !
আমাদের যাত্রা শুরু- জীবনের উদ্বোধন থেকে
আর আজকের অভিযাত্রায়-
মানুষের মহিমার উজ্জ্বল মিনারে
খাইরুল কুরুনের আজান হাঁকার আগে
আমরা বিরতির কোন নিঃশ্বাস নেবো না।

মন্তব্য: ০