Alapon

রিফাত হত্যা থেকে নয়ন বন্ডের বিচারবহির্ভূতহত্যা; আমাদের কি করা দরকার আমরা কি করছি!



আমরা যারা রিফাতের হত্যার পর,রিফাতের হত্যাকারী কে বাদ দিয়ে তার স্ত্রীকে নিয়ে টানাটানি শুরু করেছিলাম, আমাদের বিবেকের দরজায় একবারও কি এ কথাটি কড়া নাড়েনি যে,এই মূহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিফাতের হত্যাকারী সেই জঘন্য নরপিশাচটাকে যতদ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ; কিন্তু এরপর কি হল! আমরা সেই ব্যক্তিরাই আবার নয়ন বন্ডের বিচারবহির্ভূত হত্যার পরে খুশিতে গদগদ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি।আমাদের বিবেককে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে?না হলে অন্তত নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য হলেও আমরা এই বিচারবহির্ভূত হত্যার বিরোধিতা করতাম।যে আমরা রিফাতের স্ত্রী মিন্নিকে মূল  দোষী ভেবেছি, তাকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত নয়নের প্রত্যক্ষ সাক্ষী জরুরী ছিল;কিন্তু এখন নয়নের হত্যার মাধ্যমে আমাদের শেষ ভরসাটুকুও ধুলিতসাত হয়ে গেল। আমাদের উচিৎ ছিল এই বিচারবহির্ভূত হত্যার বিরোধিতা করা কারণ এক হত্যার মাধ্যমে অনেক অপরাধীকে বাচিঁয়ে দেয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা সভ্য রাষ্ট্রে বিনাবিচারে কাওকে হত্যা করা সমর্থন যোগ্য হতে পারেনা।এই যে আমরা বিনাবিচারে হত্যাকে দাঁত কেলিয়ে সমর্থন করে যাচ্ছি,সেই দিন বেশি দূরে নয় যেদিন আমিও -আপনিও এই রকম বিচারবহির্ভূত হত্যার শিকার হব।তাই এখনি সময় ক্রসফায়ার নামক খুনের তীব্র বিরোধিতা করা।আমরা চাই অপরাধী যেই হোক তার কর্মের ফল যেন সে পায়।তবে সেটা বিচারিক মাধ্যমে হতে হবে।বিচারবহির্ভূত হত্যা কোনক্রমেই সমর্থন যোগ্য হতে পারেনা।

পঠিত : ৪০৮ বার

মন্তব্য: ০