Alapon

ভালোবাসা | স্মরণ সঞ্চয়

প্রেমটা চোখে ঠোঁটে নয়,
বুকের ভেতর সিন্দুকে রয়।
নিরুদ্দেশ কবিতারা ছুটতে থাকে,
ভালোবাসা চাইতে থাকে।
একশ ফানুস উড়িয়ে দিলাম
চাঁদ বুঝি আজ ছুঁয়ে গেলাম?
মধ্যরাতে ছাদটা জুড়ে
প্রেমটা দেখো ফিরবে নীড়ে।
ঘোর লাগা এক অসুখ থাকে,
আমি ভালোবাসা বলি যাকে।

পঠিত : ২৬৫২ বার

মন্তব্য: ০