Alapon

অবাক


<marquee>আব্দুল হান্নান</marquee> 

দিনদিন পৃথিবীর মানুষ গুলোর আচরনের এত পরিবর্তন হচ্ছে ভাবতে অবাক লাগছে,</br>

না জানি কখন এরা এলিয়েন বা ইয়েতী হয়ে যায়। তাহলেও মন্দ নয় কেননা এলিয়েনদের ভিতর এত স্বার্থপরতা নেই।</br>

সর্বনাশ মানুষ এতবড় স্বার্থপর হবে ভাবিনি।</br>

সামান্য ব্যাক্তি স্বার্থের জন্য মানুষ আজ নীতি নৈতিকতার তোয়াক্কা করছেনা।</br>

কোন দিকে চলছে জাতী বুঝতে কি আমার মতিভ্রম হচ্ছে কিনা জানিনা।</br>

এই চরিত্রের মানুষের কর্নধার যদি কখনো হও তবে সৎ ব্যাক্তি যারা আছো কখনো এই শয়তান দুমুখোদের প্রতি করুনা করোনা,</br>

ক্ষমতা খাটিয়ে দাও, ওরা স্বার্থপর, ওদের স্বার্থ হাসিলের জন্য নির্দিষ্ট সময়ে ওরা তোমার পা ডলবে,</br>

ভেবোনা ওরা তোমার লোক, স্বার্থ হাসিল হলেই ওরা তোমাকে লাথি দিবে,</br>

তার আগেই ওদেরকে লাথি দিয়ে সরিয়ে দাও।</br>

ওদের প্রাপ্য টুকু অবশ্যই দিবা কারণ সেটা তাদের অধিকার।</br>

ওদেরকে যত তাড়াতাড়ি তুমি চিনতে পারবে ততই তোমার কল্যান, স্বার্থপরদের হতে সাবধান।</br>

পঠিত : ১০৯৪ বার

মন্তব্য: ০