ছড়া || বন্ধু আমার
তারিখঃ ৪ আগস্ট, ২০১৯, ০৫:১৬
বন্ধু আমার খেলার সাথী
বন্ধু আমার মনোবল
বন্ধু আমার চলার সাথী
বন্ধু আমার কোলাহল ।
বন্ধু আমার আপন স্বজন
বন্ধু আমার দস্যি
বন্ধু আমার অসীম সাহস
বাকি'রা সব নস্যি ।
বন্ধু আমার কানের দুল
বন্ধু আমার নোটবই
বন্ধু আমার মনের মানুষ
বন্ধু আমার গল্প-সই ।
বন্ধু আমার কথার পোকা
বন্ধু আমার বজ্জাত
বন্ধু আমার টিফিন বক্স
বন্ধু আমার মাছ-ভাত ৷
মন্তব্য: ০