Alapon

প্রসঙ্গঃ দরবারি আলেম...

ইবনে আব্বাস ( রা ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ ( সঃ ) বলেন , " আমার উম্মতের একটি দল দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে , কুর'আন পাঠ করবে , তারপর তারা বলবে , ' আমরা নেতৃবর্গের নিকট যাব , তাদের নিকট হতে দুনিয়ার সম্পদ গ্রহণ করব কিন্তু দ্বীনের ব্যাপারে তাদের আনুগত্য করব না। '
(রসূলুল্লাহ (সঃ) বলেন) কিন্তু এমনটা কখনই হবে না , যেমন- কতাদ ( ফনিমনসা জাতীয় এক প্রকার কাঁটাযুক্ত উদ্ভিদ ) হতে কাঁটা ছাড়া কিছুই অর্জন করা সম্ভব হয় না , তেমনই রাজা - বাদশাদের নিকট যাওয়া আসা করলে পাপ ছাড়া কিছুই অর্জিত হয় না। "
( ইবনে মাযাহ্ , তারগীব ওয়াত তারহীব )

আবু হুরাইরা বলেন , " নিশ্চয়ই আল্লাহর নিকট সর্ব নিকৃষ্ট সৃষ্টি হলো দরবারি আলেম। "
( জামিউল আহাদীস , কানযুল উম্মাল )

আমাদের পূর্ববর্তি হক আলেমগণ এ জন্য সতর্কতা অবলম্বন করতেন । হযরত সুফিয়ান সাউরী বলেন ,
" জালেম শাসকের দিকে তাকানোও পাপ। "
( মা রওয়াহুল আসাতীন ... আস্ সূয়ুতী )

ইমাম আল গাজ্জালী বলেন ,
" জালিম শাসকের জন্য কোনো দোয়া করা বৈধ নয় , শুধু এমন বলা যেতে পারে যে , আল্লাহ্ আপনাকে সংশোধন করুন অথবা উত্তম কাজ করার তৌফিক দিন এবং দীর্ঘদিন আল্লাহর আনুগত্য করার সামর্থ্য দিন অথবা এ জাতীয় কিছু । কিন্তু আল্লাহ্ আপনাকে রক্ষা করুন বা আপনার হায়াত দীর্ঘ করুন , আপনাকে সুখে রাখুন - এমন দোয়া জায়েজ নয়।
( এহইয়াউ উলুমিদ্দিন )

সংগ্রহীত!

পঠিত : ১০৩১ বার

মন্তব্য: ০