তারিখঃ ৩০ নভেম্বর, -০০০১, ০০:০০
ছবিঃ আরিফ আহসান সজিব
মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন:
নিহত আরিফ আহসান সজিব (২১) রুয়েটের পুরকৌশল দ্বিতীয় বর্ষের ছাত্র।
সজিবের বাবা রেল লাইনের পাশে একটি দোকানে বাড়ির গ্রিল বানাতে দিয়েছিলেন। ওই দোকানে টাকা দেওয়ার জন্য সজিব সেখানে গিয়ে লাইনের উপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে স্থানীয় লোকজন তাকে সরতে বললেও কানে হেডফোন থাকায় সে শুনতে পায়নি বলে ধারণা করা হচ্ছে।
আসুন যেখানে সেখানে হেডফোন ব্যাবহারে সতর্ক হই ।
পঠিত : ৮৩৩ বার
মন্তব্য: ০