Alapon

তবে বিয়ের উদ্দেশ্যটা কি...?


বিয়ে যদি কেবল যৌনতার জন্যে হত তাহলে পঞ্চাশ পেরোনো সব পুরুষ স্ত্রী বিসর্জন দিতো।
বিয়ে যদি স্রেফ সন্তান জন্মদানের জন্যে হত তাহলে বন্ধ্যা পুরুষগুলোকে তাদের স্ত্রীরা বিসর্জন দিতো।

বিয়ে যদি স্রেফ সন্তান জন্ম দিয়ে বার্ধক্যে সন্তানের উপার্জনে জীবন নির্বাহের জন্যে হত তাহলে কোনো বাবাই সন্তানকে ত্যাজ্য করত না।

বিয়ে হল একটি পবিত্র সম্পর্কের নাম। যেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো সুখ।
আমি নিজেকে প্রশ্ন করেছি, বিয়ে করে আমি কী পেলাম?
উত্তর পেয়েছি অনেকগুলো।
এই যেমন, আমি পেয়েছি একজন সুপরামর্শদাত্রী। যে আমাকে জীবনের বাঁকে বাঁকে অসংখ্যবার ভুল সিদ্ধান্ত থেকে উদ্ধার করেছে।

আমি পেয়েছি একটি বটছায়া। যার ছায়াতলে এলে আমার সবগুলো বিষাদ উবে যায়, আমার হতাশাগুলো সে পরম যতনে ভুলিয়ে দেয়।

আমি পেয়েছি আমার যৌনচাহিদা পূরণের বৈধ ক্ষেত্র। আমি হয়েছি তার সুখের সুপাত্র।
বিয়ের মাধ্যমে আমি পেয়েছি ছোট ছোট সন্তানের কাকলীতে মুখর একটি আঙ্গিনা।
বিয়ের মাধ্যমে আমি পেয়েছি আমার উত্তর পুরুষ। আমি আমার অধরা স্বপ্নগুলো ওদের মাধ্যমে পূরণের সুখে বুঁদ হয়ে আছি, বলেই তো পৃথিবীটা এখনো আমার কাছে সুখময় লাগে।

আমি এখন প্রচুর পরিশ্রম করি। দিন-রাত খাটি। কার জন্যে খাটি? আমার স্ত্রী-সন্তানের ভবিষ্যত নির্বিঘ্ন করার জন্যে খাটি। আমি এখন মৃত্যুকে যথেষ্ট ভয় পাই। আমি এখন রাস্তায় সাবধানে চলি। আমি এখন রিস্কি পথে পা বাড়াই না। অথচ বিয়ের আগে মৃত্যুঝুকিকে তুবড়ি মেরে উড়িয়ে ছুটে বেড়াতাম বিপদের পথে পথে। কিন্তু এখন আমি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। এই যে বাঁচার প্রেরণা, এগুলো আমি কোথায় পেয়েছি? অবশ্যই আমি আমার সংসার থেকে পেয়েছি।

আমাদের সমাজের একদল লোক বলে, বিয়ের কী প্রয়োজন। যৌনক্ষুধা দেখা দিলে যৌনশিল্পীদের কাছে যাব। খামাখা কেন টাকা-পয়সা ব্যয় করে লোক পালতে যাবে। তাদেরকে আমি বলব, আপনি যেসব যৌনকর্মীর কথা বলেছেন, তাদের কাছে উপরের একটিও পাব না। তার কেউ আমার একান্ত জীবনের সুপরামর্শদাত্রী হবে না। তারা আমার বটছায়া হবে না। তারা আমার যৌনচাহিদা পূরণের বৈধক্ষেত্র হবে না। আমি যখন ইচ্ছে তাকে নিয়ে শয্যায় যেতে পারব না। তাদের মাধ্যমে আমি খুদে হাতের আলতো পরশ দেওয়ার মত সন্তান পাবো না। তাদের মাধ্যমে আমি আমার বার্ধক্যের যষ্ঠি পাব না। আমার উত্তর পুরুষ পাব না। আমি পাব না বেঁচে থাকার সার্থকতা। বিয়ে হল এই সবগুলো সম্পর্ককে একটি সূতোয় বাঁধার নাটাই।

শোকর আল্লাহর, যিনি আমাদেরকে স্ত্রী নামের এই জান্নাতি নিআমত পৃথিবীতেই দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর।

মুহতারাম আবদুল্লাহ আল ফারুক ভাইয়ের টাইমলাইন থেকে।

পঠিত : ৬৩৬ বার

মন্তব্য: ০