Alapon

বিয়ে করতে এতো ভয় কেন...?


প্রেম করে না এরকম যুবক যুবতির সংখ্যা আর কত??

সর্বোচ্চ ১০-২০% হবে। বাকি ৮০-৯০% যুবকু যুবতিই এসব হারাম সম্পর্কে যুক্ত। তারা প্রতিনিয়ত কবিরা গুনাহ করে যাচ্ছে..!

হারাম ভাবে নিজেদের চরিত্র নষ্ট করা এ সমাজের যুবকযুবতিদের শুধু নীতি কথা বলে বন্ধ করা সম্ভব না। কারন অনেকেই জানে প্রেম করা হারাম তারপরও প্রেম করে..! কেউ কেউ জানে এটা নেশার মতো..! মাদকের মতো নিয়ন্ত্রন অন্যের হাতে চলে যায়..! তারপরও প্রেম করে.

অনেকে জানে প্রেম পড়লে তার শুধু চরিত্রই নষ্ট হবে..! যে ছেলে/মেয়ের সাথে সম্পর্ক তার সাথে বিয়ে সম্ভব না তারপরও প্রেম করে..!

হারাম কাজকে শয়তান সব সময় সুন্দরভাবে উপস্থাপন করে। তাই প্রেমের মার্কেটের গ্রাহক বেশি।

কিন্তু বিয়ে করতে ভয় কেন এত??

আমাদের ২০ % যুবক যুবতি নিয়ে চিন্তা নাই। মুল চিন্তা যারা জাহান্নামের পথের যাত্রী তাদের নিয়েই..! তাদের কিভাবে জাহান্নাম থেকে বাচানো যায় এটাই মুল ফিকির..!

বিয়ে সহজ..! প্রেমের থেকেও বিয়ে সহজ।
আর বিয়েতে প্রেমের মতো ঝুকি নাই,প্রেমের মতো পাপ নাই..! তাই শুধু প্রেম করার চেয়ে বিয়ে করে প্রেম করাটাই উত্তম।

বিয়ের মুল শর্ত মুলত দুইটা
১) ইজাব কবুল করা। অর্থাৎ ছেলে মেয়ে একজন আরেকজনকে বিয়ের প্রস্তাব দিবে আর আরেকজন গ্রহন করবে।

২) সাক্ষি উপস্থিত থাকা : পুরুষ হলে দুজন মুসলিম পুরুষ/ অথবা একজন পুরুষ আর দুজন নারী সাক্ষি হিসেবে উপস্থিত থেকে তাদের প্রস্তাব দেয়া -গ্রহন করা নিজ কানে শুনলেই বিয়ে হয়ে যাবে।

খুবই সহজ এই বিয়ে করা..! কথা হলো যদি রিলেশন করতে পারেন- চার পাচ বছর একটা ছেলের সাথে। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়.?

যৌবনের স্রোত আর আবেগের ঘুর্নিঝর বন্ধ করা সম্ভব না। যদি বৈধ ভাবে বাধা দেওয়া হয় অবৈধ ভাবে তা প্রবাহিত হবেই। তাই এটাকে বৈধ ভাবেই প্রভাবিত করুন।

সংগৃহিত...

পঠিত : ৫৩৪ বার

মন্তব্য: ০