Alapon

নন ফিকশন রাইটার হতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে...?


বিগত ১৭ বছর ধরে সাংবাদিকতা করে আসছি| সাংবাদিকতা পড়েছি আর এখন পড়াচ্ছি| পুরো সময় জুড়ে মূল কাজ হলো ঘটনা বা স্থানের বর্ণনা দেয়া| দীর্ঘ সময়ে এক ধরণের দক্ষতা চলে এসেছে| এখন ছোট্ট ঘটনাও কয়েক পাতা লিখে ফেলতে পারি| ভাব ছিলাম যাদের দীর্ঘ সময় এই কাজ করার সুযোগ বা প্রয়োজন হয়নি তাদের যদি লিখার আগ্রহ হয় তাহলে তারা কিভাবে লিখার রসদ সংগ্রহ করবে| এই ভাবনা থেকে আজকের লিখা|
নন ফিক্শন রাইটিং এর মূল উপাদান হলো ফিল্ড নোট যেটাকে অনেকেই বলেন ফার্স্ট ড্রাফট| কিভাবে একটা স্থান ও ঘটনার ফিল্ড নোট নিতে হবে সেটাই বলবো| ভালো ফিল্ড নোট এ আপনার পঞ্চ ইন্দ্রিয়ের অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে, যেমন ধরুন:

১. কি দেখলেন, চোখ দিয়ে যা যা দেখলেন লিখে ফেলেন, এ ক্ষেত্রে দেখার চাইতে পর্যবেক্ষণ শব্দটা বেশি মানানসই
২. যা শুনলেন, ঘটনা স্থানে কোনো গান শুনলে, গানের দুই কলি লিখে ফেলেন, মানুষ কি নিয়ে আলাপ করছে, কথোপকথন আকারে দুই তিন বাক্য লিখে ফেলেন, ঝগড়া হলে একটা দুইটা গালি বা বাকা লিখে ফেলেন|
৩. কিসের ঘ্রান পেলেন| পোলাওয়ের, মানুষের ঘামের, অনুষ্ঠানটির পাসে ময়লার স্তুপ তার গন্ধ, মসজিদ এ গেছেন সেখানে আতরের, মরা বাড়িতে কর্পূরের রা মিলাদে আগরবাতির, যেটাই হোকনা কেনো লিখেন
৪. স্বাদ নেন ও সেটা লিখুন| কিসু না পারলে, একটা আমড়া, সিঙ্গারা বা এককাপ চা খান| এই জায়গায় বা এই অনুষ্ঠানে বসে খাবার স্বাদ কেমন লেগেছিলো লিখে রাখেন| না খেলে লিখুন, পরিবেশন কেমন ছিল, দাম বেশি বা অপরিষ্কার সে জন্য খাননি| ইত্যাদি, ইত্যাদি..
৫. স্পর্শ করুন ও তার বর্ণনা দেন| মানুষকে স্পর্শর সুযোগ না থাকলে, মাটিতে, ঘাসে, গাছের পাতায় হাত বুলান ও অনুভুতি লিখুন, কিছু অনুভূত না হলে লিখুন এইখানের মাটি বা মানুষ গুলোর সাথে আমার হাতের স্পর্শ হয়েছিল কিন্তু নতুন কিসু মনে হয়নি
৬. আপনি যে বিষয়ে লিখবেন, সে বিষয়ে আপনার আগে কি ধারণা ছিল, ও এখন কি ধারণা হলো দুইটাই লিখুন|
৭. ছবি তুলুন যত পারেন| লিখার সময় এইগুলো কাজে দিবে| লিখার সময় এইটাও লিখুন কেন এই ছবি গুলো তুলেছিলেন|
৮. আপনার নিজের বর্ণনা দেন; কি পোশাক পরে, কয়টার সময়, কিভাবে (পাবলিক বাসে, টেম্পো নাকি) গেছেন
৯. মূল চরিত্র বা মূল বিষয় চিহ্নিত করুন এবং সেখানে ফোকাস করুন| যেমন ধরুন, আপনার বন্ধুর বাবার মৃত্যুতে তাদের বাড়ি গেছেন, কিন্তু আপনার লিখার মূল চরিত্র হলো বন্ধুর মা| ফোকাস করুন বন্ধুর মায়ের দিকে, সবাই বলছে ৬৫ বছর বয়স এখন সে কার কাছে থাকবে| মহিলাটি কান্না কাটি করে কিনা, ইত্যাদি ইত্যাদি...
১০. আপনি যেই বিষয়ের উপর লিখছেন, সেখানে যেতে বা অবস্থান করতে আপনার সুবিধা বা অসুবিধার কথা লিখুন|

দেখবেন, যে কোনো বিষয়ের উপর এই ১০টা বিষয়ে অল্প অল্প করে লিখলেও ভালো একটা লেখার অনেক উপকরণ সংগ্রহ হয়ে গেছে| আর একটা বিষয়, লেখার সময় ঘটনার সময়, স্হান, তারিখ লিখতে ভুলবেন না| কয়েকদিন আগে, আমার একটা ফিল্ড নোট দেখতে ছিলাম, সেখানে সময়, স্হান, তারিখ সবই আছে কিন্তু সন তা লেখা নাই| এখন আর মনেও করতে পারছিনা, ওই ঘটনাটা ১৯৯৯ না ১৯৯৮ এর|
[সূত্র: উপরের এই টিপস গুলো Thomas Berner এর The Literature of Journalism: Text and Context এবং Mark Kramer এর Telling True Stories: A Nonfiction Writers' Guide পড়ার সময় কিছু নোট নিয়েছিলাম, তার ভিত্ততে লেখা| পেশাদার রাইটিং এর জন্য আরও কিসু বিষয় যোগ করতে হবে|]

খাদিমুল ইসলাম

পঠিত : ৬৮৫ বার

মন্তব্য: ০