Alapon

কে কাফের? কে শহীদ? জিহাদ নয় ফতোয়াগীরিতে ব্যস্ত মুসলমান!


ইসরাইল ,আমেরিকা যখন একটি মুসলিম দেশের জেনারেলকে হত্যা করছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে, তখন আমাদেরই কিছু মুসলমান ফতোয়া নিয়ে ব্যস্ত, শিয়া জেনারেল সোলাইমান কাফের!
মুসলমান কতোটা অন্ধ হলে এসব শিয়া, সুন্নি, মাযহাবী বিভিন্ন দলে বিভক্ত হয়ে অন্যদের শত্রুর চেয়ে ঘৃনা করতে পারে?

ড: মিজানুর রহমান, ডা:জাকির নায়েক ,যাদের হাতে প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে তাদেরকেও কাফের বলছে এক শ্রেনীর হতভাগা!

আপনি মুসলমানদের বিভিন্ন ভাগে বিভক্ত কেন করছেন?
ইহুদি খ্রিষ্টান কি হত্যা করতে কে শিয়া, কে সুন্নি , কে আহলে হাদীস, তা দেখছে?
দু:খজনক বর্তমান চলমান ক্রুসেটে মুসলমানদের শত্রুরা এক হলেও ঐক্য নাই আমাদের মুসলমানদের! !

লেবানন ও লিবিয়ায় সুলাইমান কাসেমী নিজেকে না জড়ালে আমেরিকা-ইসরাইল তথা পশ্চিমা শক্তি এসব দেশগুলোতে জিতে যেত নিশ্চিতভাবে।
পুরো ভুখন্ডগুলো মার্কিন-ইসরাইলের একতরফা আগ্রাসনে চলে যেতে।
ইরাকে মার্কিন আগ্রাসন রুখতে সুলাইমানী দীর্ঘ পরিশ্রম করে ইরাকে মার্কিন পরাজয় নিশ্চিত করেছিলেন।পরে মার্কিনিরা ইরাক ছাড়তে বাধ্য হয়েছিলেন।এর প্রতিদান হিসেবে ইরাকীরা তাকে শেষ বিদায় জানিয়েছেন অশ্রুসিক্ত ভালবাসায়।
ইরাকে অনুষ্ঠিত তার প্রথম জানাযায় ইরাকীদের ঢল নেমেছে।
বিশ্বব্যাপী যেখানেই মুসলমানদের উপর মার্কিন-ইসরাইল আগ্রাসন,সেখানেই প্রদীপের মত নীরবে জেগে উঠেছেন প্রখর মেধা সম্পন্ন সামরিক জেনারেল সুলাইমান কাসেমী।তার সিদ্ধান্ত কৌশলগুলো দখলবাজদের ভীত কাপিয়ে দিয়েছে বার বার।মসজিদুল আকসায় মার্কিন-ইসরাইলী আগ্রাসন,বর্বরতার বিরোদ্ধে যারা এগিয়ে আসেনি,তাদের জায়গায় সুলেমান কাসেমী এসেছিলেন।এজন্যই তার সমর কৌশল প্রশংসিত।
ইয়েমেনে সৌদি-আমিরাত জোট কি গনহত্যা চালাচ্ছে না!?এটিকে কিভাবে বিবেচনায় নেবেন?
ফিলিস্তিন,লেবানন ও গাজা হত্যাকান্ড সৌদিজোট সমর্থন দিচ্ছে না? এটিকে কিভাবে নেবেন?
মিশরে একমাত্র নির্বাচিত একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ইসরাইল-মার্কিন চক্রান্তে সৌদিজোট সহায়তা করেনি?কারাগারে বন্দী অবস্থায় বিচার চলাকালীন তার মৃত্যুর জন্য সৌদি জোট দায়ী নয়?
লিবিয়ার গাদ্দাফিকে স্বৈরাচার আখ্যা দিয়ে আরেক স্বৈরাচার তিউনিসিয়ার বেন আলীকে বাঁচিয়ে সৌদিতে নিয়ে যায়নি?
মিশরে ড.মুরসীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত করে আরেক কসাই খুনি স্বৈরাচার আব্দুল ফাত্তাহ সিসিকে সৌদিজোট ক্ষমতায় বসাননি?
এসব কান্ড কিভাবে নেবেন? গাদ্দাফি-সাদ্দাম,মুরসী হারাম স্বৈরাচার ছিল! কিন্তু বেন আলী-সিসি কি হালাল ছিল?
গাদ্দাফি সাদ্দামের অভাব কিন্তু এখন তারাই বোধ করছে,যারা তাদের একসময় স্বৈরাচার ও কসাই ভাবত।তাহলে মধ্যপ্রাচ্যে ভালটা কে?
-ফিলিস্তিন আগ্রাসনে কারা সহায়তা করছে মার্কিনিদের?
-ইয়েমেনে কারা গনহত্যা চালাচ্ছে?
-গাজায় বর্বরতা কাদের ইশারায় হচ্ছে?
-ইরাক সিরিয়া কাদের ব্যর্থতার ফল?
-বিশ্বব্যাপী মুসলমানদের দুর্দশায় কারা নিরব?
-নিপীড়নকারীদের কারা সহায়তা দিচ্ছে?
-মুসলিম ভুখন্ডে আগ্রাসন দখলবাজিতে যারা নিরব তারা কারা?
কসাই!নাকি ঈমানদার?হালালী! নাকি হারামী?

সংগৃহিত...

পঠিত : ৮৬৪ বার

মন্তব্য: ০