Alapon

মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার ছাপানোর ক্ষমতা কার হাতে ?


Global economic crisis নিয়ে গত ৫ বছর পেপার পত্রিকাতে পাইকারিহারে লিখালিখি হয়েছে। দেখানো হয়েছে, মার্কিনীরা নাকি গরীব হয়ে গেছে , মার্কিন সরকারের ১৬ ট্রিলিয়ন ডলার ঋণ... ব্লাহ ব্লাহ ব্লাহ

সবই হয়ত ঠিক। আসলেই ঠিক। কিন্তু খুব কম পত্রিকা’তে মুল বিষয়টিকে বা সমস্যার পেছনে থাকা mechanism টিকে তুলে ধরেছে।

বন্ধু রাফির কাছে আমার ঋণ মাত্র ১০০০ টাকা। সেখানে মার্কিনীদের সারা দুনিয়ার কাছে ঋণ ১৬ ট্রিলিয়ন ডলার।
মজার ব্যাপার হলো , সেই বছর মার্কিন সরকারের বার্ষিক বাজেটও ১৬ ট্রিলিয়ন ডলার।

অর্থাৎ কাগজে কলমে তাদের অবস্থা, উপরের গল্পে বলা “আমার” অবস্থার মতো। যা আছে , সবই ঋণ। ধার শোধ দিলে পড়নের কাপড়ও থাকবে না।

কিন্তু আসলে কী তাদের অবস্থা এতো খারাপ ??

মোটেই না। একথা আপনি, আমি বা আমরা সবাই বুঝতে পারি।

হাজার হোক , সেটাই capitalism অর্থনীতির রাজধানী। সারা দুনিয়া নিয়ন্ত্রন করে তারা আর্মি দিয়ে নয় , ডলার দিয়ে। দুনিয়ার অন্য সব টাকা মুলত ডলার নিয়ন্ত্রিত। সুতরাং ডলার ঠিক , তো দুনিয়া ঠিক।

কিন্তু একটা ব্যাপার শুনলে শিউরে উঠবেন। এই ডলার ছাপার অধিকার খোদ মার্কিন সরকারের নেই।

কেমন হবে যদি বলি , বাংলাদেশ ব্যাংক আসলে একটা বেসরকারি ব্যাংক
না না, ভয় পাবেন না। smile বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংকই আছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের central ব্যাংক। যা দেশের অন্যসব ব্যাংক বা অর্থনীতি নিয়ন্ত্রন করে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের Federal reserve bank ( central bank) একটা বেসরকারি ব্যাংক। যাতে খোদ USA সরকারের বা সুপ্রিম কোর্টের access নেই। কেউ কেউ মজা করে বলে, not even GOD has access in it….

ভেবে দেখুন , সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রন করে যে ডলার , সেই ডলার ব্যক্তিমালাকানাধীন একটি ব্যাংকের অধীনে ছাপানো হয়। Global economic crisis টা সম্পূর্ণ মার্কিন ব্যাংকারদের অতিরিক্ত লোভের consequence , যা তারা নিজেদের পকেটভর্তি করতে ইন্টেনসোনালি করেছে।

আপনি যেমন সোনালি ব্যাংক থেকে লোন নেন , সোনালি ব্যাংক তেমন বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয়। raspberry

কিন্তু FRB তো বেসরকারি ব্যাংক!! তারা ডলার পাচ্ছে কোথাথেকে ??

আসলে , তারা পাচ্ছে না , বানাচ্ছে । আরো পরিস্কার করে বললে আসলে ছাপাচ্ছে । এর জন্য তাদের লাগে শুধু কাগজ আর কালি ।

US MINT নামে একটি প্রতিষ্ঠান আছে। আসলে এটা একটি কারখানা , Dollar তৈরির কারখানা। Federal Reserve Bank এর কথামত এদের বিশাল বিশাল মেশিনে টাকা , sorry ডলার তৈরি করা হয়।

যদিও নিয়ম হল , US treasury-এর সাথে সমন্বয় রেখে , দেশের যে সম্পদ আছে , তার সমপরিমাণ ডলার বানানো , বা সমপরিমাণ currency দেশে নিশ্চিত করা , যেটা আমাদের বাংলাদেশ ব্যাংক করে ।

কিন্ত ফেড যা করেছিলো , তা হল জাতীয় সম্পদের চাইতে বেশী নোট পাইকারিহারে তৈরি করে এসব ব্যাংকে সাপ্লাই দিয়েছে।
অর্থাৎ , they have created a lot of money out of thin air , or nothing… :o

অথচ এই ডলার তৈরি করার কথা US Treasury ডিপার্টমেন্টে ।
.
Faisal Shovon

পঠিত : ৭৮৬ বার

মন্তব্য: ০