Alapon

ইরান কি তবে প্রতিশোধ নেওয়া শুরু করেছে...?


কাশেম সোলাইমানির হত্যার জবাবে ইরানের আপাতত এক লিমিটেড প্রতিশোধঃ পুরা মধ্যপ্রাচ্য জুড়ে রেড এলার্ট (পরবর্তীতে ভিন্ন প্রতিশোধের আশংকা)

১) ইরান ইরাকের আইন আল-আসাদ আমেরিকান বেইসকে মিসাইল দিয়ে আক্রমন করেছে।

২) ইরানি মিসাইল ৩য় মিলিটারি বেইস তাজি হিট করেছে। পেন্টাগন স্বীকার করেছে যে ইরান এই পর্যন্ত ১২ টার বেশি ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে নিক্ষেপ করেছে।

৩) ৬টি আমেরিকান এফ-৩৫ আমিরাত এয়ার বেইস থেকে ইরাকের দিকে যেতে দেখা গেছে। ইরান আমিরাতকে হুশিয়ারি দিয়েছে যে আমিরাত যদি তাদের এয়ার বেইস থেকে কোন আমেরিকান এয়ারক্র্যাফটকে উড়তে দেয় তাহলে ইরান আমিরাত আক্রমন করবে। সেই সাথে মধ্যপ্রাচ্যের সব দেশকেই সাবধান করেছে এই ব্যাপারে।

৪) আমেরিকান বি-৫২ স্টেলথ বম্বার ডিয়াগো গার্সিয়ার পথে।

৫) পম্পেও, ডিফেন্স সেক্রেটারি এস্পার এখন হোয়াইট হাউজে।

৬) ইরান বলেছে তারা আমেরিকা আর ইসরায়েলকে একই দেশ গন্য করে।

৭) ইরানিয়ান এয়ারফোর্স তাদের বেইস থেকে যাত্রা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তবে তারা ইরাকে ঢুকবে কিনা জানা যায়নি।

৮) আমেরিকা আগে বলেছে কেবল তাদের সেনা মারা গেলে তারা রিটালিয়েট করবে, এখন পেন্টাগন বলছে ইরানি মিসাইল এট্যাকে কেবল ইরাকি সেনা মরেছে। হুম...... কনভিনিয়েন্ট ক্যাজুয়ালটি।

৯) ইরান হুশিয়ারি দিয়েছে আমেরিকা রিটালিয়েশান/প্রতিশোধ মুলক আক্রমন করলে তারা হাইফা আর দুবাই আক্রমন করে উড়িয়ে দিবে।

১০) মাইক পম্পেও বিশ্বের সকল আমেরিকান মিশন/এম্ব্যাসিকে ক্যাবেল পাঠিয়েছে যেন আমেরিকান ডিপ্লোম্যাটেরা ইরানের কোন বিরোধী দলের কারো সাথে বিশেষ পারমিশান ছাড়া সাক্ষাত না করে, এতে করে ইরানের সরকারের সাথে আমেরিকান টেনশান আরও খারাপ হবে।

১১) ইসরায়েলের মিলিটারি এখন হাই এলার্টে।

১২) আক্রমণের পর তেলের দাম অলরেডি ৩.৫% বেড়ে গেছে। টোকিও স্টকস ড্রপ করেছে।

১৩) ইরান তাদের বন্দর আব্বাসের কাছে আমেরিকান জেটকে পারশিয়ান গালফে ভুপাতিত করেছে।

14) ইরানের মিলিটারি সোর্স বলেছে তারা কমপক্ষে ৩০ জন আমেরিকান সেনাকে আহত করেছে।

১৫) ইরানের মিডিয়া বলছে আয়াতোল্লাহ খামেনি ইরানের আক্রমন সুপারভাইজ আর ডাইরেক্ট করছেন।

১৬) আমেরিকান অফিশিয়াল কনফার্ম করেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইরবিল, ইরাকি কুর্দিস্তান যেখানে মিনিমাম কয়েকশ সিআইএ এজেন্ট আছে সেখানে হিট করেছে।

১৭) ইরান হুশিয়ারি দিয়েছে আমেরিকা রেস্পন্স করলে হেজবুল্লাহরা ইসরায়েল আক্রমন করবে।

১৮) ইরান জাতিসংঘকে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু সবাইকে ইরান আক্রমন করার ব্যাপারে হুশিয়ারি জানিয়েছে।

১৯) ইরান জানিয়েছে আমেরিকা রিটালিয়েট/ প্রতিশোধ মুলক আক্রমন না করলে তারা তাদের আক্রমন বন্ধ করবে।

২০) আমেরিকান ফেডারেল এভিয়েশান অথোরিটি ইরাক-ইরান- পার্শান গালফ এর উপর দিয়ে আমেরিকান প্লেন উড্ডয়ন নিষিদ্ধ করেছে।

২১) বেশ কিছু ইরানিয়ান সোর্স বলছে যে ইরানিয়ান মিসাইল স্টিল লকড এন্ড লোডেড অন হাই এলার্ট। যদিও প্রাথমিক আক্রমন বন্ধ হয়েছে।
.
Sabina Ahmed

পঠিত : ৫০৪ বার

মন্তব্য: ০