Alapon

হিসাবের খাতাই বন্ধি সবাই

অামরা কি কখনো ভেবে দেখেছি? অামরা কি করছি। অার কি হচ্ছে।


অাসলে অামরা যা করছি। যেমনঃ ফেসবুক, ব্লগ, সাহিত্য কবিতা, গল্পো, সিনেমা নাটক এমনকি মোবাইলের কথা। কোথাও না কোথাও তা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে।


অার এসব কাজের ফলে, এর একটি প্রভাব অামাদের সমাজ ও ব্যক্তিগত বা পারিবারিক জীবনে পড়ছে। 


কাজ যায় হোক তার একটা প্রভাব পড়ছে। ভালো অথবা মন্দো। অামরা ফেসবুক বা ব্লগে যা করছি, তার প্রভাব কিন্তু থেকে যচ্ছে। ভালো বা মন্দো।


যারা শিক্ষিত তারাই জ্ঞানী। যারা জ্ঞানী তারাই সুচিন্তুক বা সুবিবেচক।


তাই জ্ঞানী সমাজের উচিৎ অামরা যা করি তা দ্বারা যেনো সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে মানুষের উপকারে অাসে। হোকনা তা গান,কবিতা, সিনেমা নাটক, ফেসবুকের পোষ্ট বা কথা বলা।


অামাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সেই অনুযায়ী যেনো চলতে পারি সেই কামনায়। অাজ এ পর্যন্তয়ই...

পঠিত : ৬৫০ বার

মন্তব্য: ০