Alapon

মনের চোর

পরপুরুষ বা পরনারীর সৌন্দয অবলোকনে তৃপ্তিলাভ, কন্ঠস্বর শুনে কর্ণকুহরে আনন্দ উপভোগ, মিষ্টিস্বরে কথোপকথন, পুন: পূন: দৃষ্টি – মানব রচিত আইন আদালতের চোখ এসবকে কোনো অপরাধ গণ্য না করলেও ইসলামে তা বড়ো ধরণের গর্হিত কাজ। কারণ মনের এহেন চৌযবৃত্তির ফলশ্রুতিতেই মানব সমাজ পরকীয়া, দাম্পত্য জীবনে অশান্তি এবং ঘর ভাংগার মতো বিপদের সম্মুখীন হয়।

একটি হাদিসে বলা হয়েছে:
“চক্ষুদ্বয় ব্যভিচার করে, দৃষ্টি ব্যভিচার করে, হস্তদ্বয় ব্যভিচার করে এবং স্পর্শ এ দু’অংগের ব্যভিচার, পদদ্বয় ব্যভিচার করে, এ পথে হেটে যাওয়া এ দু’অংগের ব্যভিচার, কথোপকথন জিহবার ব্যভিচার, কামনা বাসনা মনের ব্যভিচার। অবশেষে যৌনাংগ এইসকলের সত্যতা বা অসত্যতা প্রমাণ করে”।
(বুখারী ৬১৫৯, মুসলিম, আবু দাউদ ২১৪৯)

পঠিত : ৪৩৫ বার

মন্তব্য: ০