Alapon

ভালো বই কিনুন; যে বইয়ের পাতায় পাতায় আনন্দ থাকে সাথে কিছু শেখারও থাকে...


"অফিসে বসে আছি। আমার এক ক্লায়েন্ট এলো একটা কাজে। কথায় কথায় বললেন, আগামী কাল বইমেলা যাবো।

আমি বললাম, মেলায় যাবেন,বই কিনবেন না? কি বই কিনবেন? আপনার প্রিয় লেখক কে?

তিনি বললেন, সালমান মুক্তাদির আর হিরো আলমের বই কিনবো!

আমি অবাক হয়ে বললাম,হিরো আলমের নাম শুনেছি, সে আবার বই লিখেছে নাকি? শুনেছি সে সিক্স সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে।

বলেন কি ভাই! তার বই তো এখন সুপার হিট! গত বইমেলায় হেভি চলেছে! পাবলিক তার বই লাইন দিয়ে কেনে!

সে না হয় বুঝলাম। সালমান মুক্তাদির কে? এই লেখকের নাম তো শুনি নাই।

দূর মিয়া! আপনে কোন দেশে বাস করেন? সালমান হচ্ছে দেশ সেরা ইউটিবার। কিছুদিন আগে যে জেসিয়ার সাথে প্রেম করে ছাড়াছাড়ি হয়ে গেল।

জেসিয়া কে? কোন লেখিকা? কয়টা বই বের হয়েছে তার ?

লে হালুয়া! জেসিয়া লেখিকা হবে কেন? মিস বাংলাদেশ হচ্ছে জেসিয়া।তার প্রেমিক হচ্ছে সালমান। জানেন, সালমান এই পর্যন্ত দুই,শর বেশি মেয়ের সাথে প্রেম করছে। প্রেম সম্পর্কে তার জ্ঞান অসাধারণ!

দুই,শর বেশি মেয়ের সাথে প্রেম করছে? বিয়ে করছে কয়টা ভাই?

দূর মিয়া! ফালতু বিয়ে করতে যাবে কেন? সে কি আপনার আমার মতো আলতু ফালতু টাইপ লোক! এই বই মেলায় দেখবেন পাবলিক তার বই হেভি খাবে!

আমি আর কথা বাড়ালাম না।

নতুন এক প্রকাশক,নাম বলছি না সে এবার কয়েকটা নতুন বই এনেছে। তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে,, 'প্রেমিকার পায়ু পথে!'

সে তার এক লেখিকাকে মেসেজ দিয়েছে, আপা, এই বইটা পড়েছেন? অসাধারণ বই!

লেখিকার জবাব, প্রেমিকার পায়ুপথে বই পড়বো কেন? প্রেমিকের পায়ুপথে হলে না হয় কিনে পড়তাম!

চান্দি গরম, মাথায় গ্যাস্ট্রিক,যাবি কই, হালায় কয় কি,মাইরালা,পাশের বাসার ভাবি,নাম বললে চাকরি থাকবে না, ইন্টারের মেয়ে অনার্সের ছেলে, দীপিকা পাড়ুকোনকে ভালবেসেছিল রশীদ! এগুলো কি কোন বইয়ের নাম হতে পারে? এই বইমেলায় এখন এগুলোই চলছে।

যদি বইয়ের নামের উপর নোবেল পুরস্কার দেওয়ার বিধান থাকতো তবে এরা প্রত্যেকেই নোবেল পুরস্কার জয়ী হতো!

সালমান মুক্তাদির পর এখন নাকি ইউটিউবে আরেকজন বেশ নাম করেছে। তার নাম তৌহিদ আফ্রিদি!

সেই তৌহিদ আফ্রিদি গত বছর ভ্রমণে বের হয়েছিল। সেই নিয়ে বিস্তারিত লিখে একটা বই বের করেছে, নাম,,'ভ্রমণযাত্রা উইথ তৌহিদ আফ্রিদি! '

তার বইও নাকি হেভি চলছে!

তাছাড়া অনেক নায়ক নায়িকা বই বের করেছে। প্রচ্ছদে তাদের হাসিমুখ দেখেই অনেকে বই কিনছেন!

এই বছর অনেক নবীন লেখক বই বের করেছেন। তাদের মধ্যে অনেকেই চমৎকার লিখেছেন। তাদের নাম কয়জনে জানে? কয়জনে তাদের বই কিনছে? এইসব হাবিজাবি লেখকদের ভীড়ে আসল লেখক হারিয়ে যাচ্ছেন।

পূরনো লেখকদের মধ্যে হাতেগোনা কয়েকজনের বই চলছে। বাংলাদেশের নামকরা কবি সাহিত্যিকের বইও এই সব উদ্ভট লেখকদের হাতে মার খাচ্ছে।

ভালো মান দেখে এখন কয়জন বই কিনছে? বেশির ভাগ মানুষ এখন বই কিনছে লেখকের নাম শুনে।কেউ কেউ বই কিনছেন প্রচ্ছদ দেখে। বইয়ের মান যাচাই করার সময় কই?

এই অবস্থা চলতে দেওয়া যায় না। চলতে দেওয়া উচিত নয়।মান নির্নয়ের ব্যবস্হা না হলে আসল লেখকরা অচিরেই হারিয়ে যাবে।"

হানিফ ওয়াহিদ

পঠিত : ৯০৭ বার

মন্তব্য: ০