Alapon

নামকরণে পরামর্শ - পর্ব দুই

যাহোক, আমরা জানলাম, সন্তানের জন্যে একটি সুন্দর অর্থবোধক নাম কতটা জরুরী।
সম্মানীত পাঠক/পাঠিকাদের অনুরোধ রক্ষার্থে এ পবে নীচে আমি কতিপয় বিশুদ্ধ আরবী নামের একটি তালিকা পেশ করছি। বাংলার পাশে আরবী লিখে সাজাতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন। তাই শুধু বাংলাটি লিখলাম।

ছেলেদের নাম:

১- মুহাম্মাদ । অর্থ: প্রশংসিত, খ্যাতিমান।
২- আহমাদ । অর্থ: অত্যন্ত প্রশংসনীয়, প্রশংসাকারী।
নোট: আমাদের দেশে কেউ কেউ বিকৃত করে ‘আহমেদ’ বা ‘আহম্মেদ’ লিখে। এভাবে লিখা ভুল। কারন, কুরআনে এ শব্দটি ‘আহমাদ’ উচ্চারণ এসেছে। (সুরা সফ ৬)ইচ্ছে করে বিকৃত করা মোটেই ভালো আচরণ নয়।
৩- আবদুল আযিয। অর্থ: মহা পরাক্রমশালী আল্লাহর দাস বা বান্দা
৪- আবদুর রাহমান। অর্থ: পরম করুণাময় আল্লাহর দাস বা বান্দা
৫- আবদুর রাহীম। অর্থ: পরম কৃপাশীল আল্লাহর দাস বা বান্দা
৬- আবদুল মালিক। অর্থ: মহা অধিপতি আল্লাহর দাস বা বান্দা
৭- আবদুস সালাম। অর্থ: মহা কল্যাণময় আল্লাহর দাস বা বান্দা
৮- আবদুল কুদ্দুস। অর্থ: পবিত্রতম সত্তা আল্লাহর দাস বা বান্দা
৯- আবদুল গাফফার। অর্থ: পরম ক্ষমাশীল আল্লাহর দাস বা বান্দা
১০- আবদুল ওয়াহহাব। অর্থ: পরম দাতা আল্লাহর দাস বা বান্দা
১১- আবদুল ফাত্তাহ। অর্থ: চুড়ান্ত বিজয়দাতা পরম প্রশস্ততাকারী আল্লাহর দাস বা বান্দা
১২- আবদুর রাযযাক। অর্থ: সবোত্তম রিযিকদাতা আল্লাহর দাস বা বান্দা
১৩- আবদুল আলীম। অর্থ: সবোজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লাহর দাস বা বান্দা
১৪- আবদুল মু’য়ীয। অর্থ: সবোচ্চ সম্মানদানকারী আল্লাহর দাস বা বান্দা
১৫- আবদুল লাতিফ। অর্থ: পরম কোমল ও অনুগ্রহশীল আল্লাহর দাস বা বান্দা
১৬- আবদুল হালীম। অর্থ: সবোচ্চ ও পরম ধৈযশীল আল্লাহর দাস বা বান্দা
১৭- আবদুল গাফুর। অর্থ: পরম ক্ষমাশীল আল্লাহর দাস বা বান্দা
১৮- আবদুল জালীল। অর্থ: পরম মহিমান্বিত আল্লাহর দাস বা বান্দা
১৯- আবদুল কারীম। অর্থ: পরম অনুগ্রহকারী আল্লাহর দাস বা বান্দা
২০- আবদুল ওদুদ। অর্থ: পরম প্রিয়স্পদ ও স্নেহময় আল্লাহর দাস বা বান্দা
২১- আবদুল মাজীদ। অর্থ: মহা গৌরাবান্বিত ও পরম মহিমান্বিত আল্লাহর দাস বা বান্দা
২২- আবদুল হামীদ। অর্থ: সবোচ্চ প্রশংসিত আল্লাহর দাস বা বান্দা
২৩- আবদুল কাইয়ুম। অর্থ: একমাত্র চিরস্থায়ী ও চিরঞ্জীব সত্তা আল্লাহর দাস বা বান্দা
২৪- আবদুল কাদের। অর্থ: অপ্রতিরোধ্য শক্তি ও ক্ষমতার অধিকারী আল্লাহর দাস বা বান্দা
২৫- আদীব। অর্থ: সাহিত্যিক, রুচিশীল
২৬- আশরাফ। অর্থ: অত্যন্ত ভদ্র, সদবংশজাত
২৭- আনাস। অর্থ: এমন মানুষ যার সাথে হ্রদ্যতা হয়
২৮- আনিস। অর্থ: অন্তরংগ বন্ধু
২৯- বাসেম। অর্থ: সহাস্যময়
৩০- মুনীর। অর্থ: আলোকময়, প্রদীপ্ত
৩১- মুজতাবা। অর্থ: মনোনীত, পছন্দনীয়
৩২- উসামা। অর্থ: সিংহ
৩৩- হাযেম। অর্থ: দৃঢ় প্রতিজ্ঞ, উদ্দমশীল
৩৪- হিব্বান। অর্থ: ভালবাসার বস্তু
৩৫- হাসসান। অর্থ: যে সুন্দর করে (অন্য কোন কিছুকে)
৩৬- হাসান। অর্থ: সুন্দর, সুশ্রী
৩৭- হানীন। অর্থ: স্নেহশীল
৩৮- হায়দার। অর্থ: সিংহ
৩৯- হামিদ (হা+আলিফ+মিম+দাল)। অর্থ: প্রশংসাকারী
৪০- মুন্তাসির। অর্থ: বিজয়ী, সফলকাম
৪১- মাহরুস। অর্থ: সুরক্ষিত, নিরাপদ
৪২- মুসাদ্দিক। অর্থ: বিশ্বাসী, সত্যবাদী
৪৩- মিসবাহ। অর্থ: প্রদীপ, বাতি
৪৪- মুয়ীন। অর্থ: সাহায্যকারী
৪৫- মাওদুদ। অর্থ: প্রিয়তম, প্রিয়পাত্র
৪৬- মাহফুজ। অর্থ: সংরক্ষিত, নিরাপদ
৪৭- মাসউদ। অর্থ: ভাগ্যবান, সৌভাগ্যশালী
৪৮- জাসের। অর্থ: দৃঢ়, সাহসী।
৪৯- জাওয়াদ। অর্থ: উদার, উপকারী
৫০- হামুদ (হা+মিম+ওয়াও+দাল)। অর্থ: প্রশংসাকারী
৫১- খালিদ (খা+আলিফ+লাম+দাল)। অর্থ: স্থায়ী।
৫২- খাত্তাব (খা+তয়া+আলিফ+বা)। অর্থ: বক্তা, বাগ্নী
৫৩- খালদুন। অর্থ: বেশী বয়স পযন্ত বাচে এমন।
৫৪- খাইরী। অর্থ: কল্যাণকর।
৫৫- যাকের (যাল+আলিফ+কাফ+রা) অর্থ: স্মরণকারী, প্রশংসাকারী।
৫৬- যাকী (যাল+কাফ+ইয়া) অর্থ: বুদ্ধিমান।
৫৭- যাকওয়ান (যাল+কাফ+ওয়াও+আলিফ+নুন) বুদ্ধিমান।
৫৮- রাজেহ। অর্থ: পছন্দনীয়, অনুকুল।
৫৯- রাফে (রা+আলিফ+ফা+আইন)। অর্থ: উত্তোলনকারী।
৬০- রা’য়েদ (রা+আলিফ+হামযা আলাস সতর+দাল)। অর্থ: নেতা
৬১- রাশাদ (রা+শিন+আলিফ+দাল) অর্থ: সুবিবেচক
৬২- রিদা (রা+ধোয়াদ+আলিফ+হামযা) অর্থ: সন্তোষ
৬৩- রাফি (রা+ফা+ইয়া+আইন) অর্থ: উচ্চ মযাদাসম্পন্ন।
৬৪- যাকী (যা+কাফ+ইয়া) অর্থ: বিশুদ্ধ
৬৫- সালিম। অর্থ: নিখুত, নিরাপদ
৬৬- সামী। অর্থ: উচু, উন্নত
৬৭- সা’দ (সিন+আইন+দাল)অর্থ: সৌভাগ্য, সমৃদ্ধি
৬৮- সা’দী (সিন+আইন+দাল+ইয়া)অর্থ: সৌভাগ্যপূর্ন।
৬৯- সা’উদ (সিন+আইন+ওয়াও+দাল)অর্থ: ভাগ্যবান
৭০- সালমান। অর্থ: নিখুত, নিরাপদ
৭১- শাহেদ (শীন+আলিফ+হা+দাল) অর্থ: প্রত্যক্ষদর্শী, সাক্ষী
৭২- শাহীদ (শীন+হা+ইয়া+দাল)। অর্থ: আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মৃত্যুবরণকারী, সাক্ষী
৭৩- শাহীর (শীন+হা+ইয়া+রা) অর্থ: যশস্বী।
৭৪- সাবের (সোয়াদ+আলিফ+বা+রা) অর্থ: ধৈযশীল। আইয়ুব আ: এর লাকব।
৭৫- সাদেক (সোয়াদ+আলিফ+দাল+ক্কাফ) অর্থ: সত্যবাদী
৭৬- সালেহ (সোয়াদ+আলিফ+লাম+হা)অর্থ: ন্যায়পরায়ণ
৭৭- সালাহ (সোয়াদ+লামআলিফ+হা) অর্থ: সততা
৭৮- সুহাইব (সোয়াদ+হা+ইয়া+বা) অর্থ: লালচে রং
৭৯- আদেল। অর্থ: ন্যায়পরায়ণ
৮০- আতেফ। অর্থ: স্নেহশীল, দয়ালু
৮১- আসেম। (আইন+আলিফ+সোয়াদ+মীম) অর্থ: রক্ষক, অভিভাবক
৮২- আযযাম। অর্থ: দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি
৮৩- আফিফ। অর্থ: পূণ্যবান
৮৪- আলা (আইন+লামআলিফ+হামযা আলাস সতর) উন্নত।
৮৫- গালিব। অর্থ: জয়ী
৮৬- ফাতেহ। অর্থ: বিজয়ী
৮৭- ফায়েয। অর্থ: কৃতকায।
৮৮- ফাইয়াদ (ফা+ইয়া+আলিফ+ধোয়াদ)অর্থ: উদার
৮৯- ফয়সল। (ফা+ইয়া+সোয়াদ+লাম) অর্থ: মধ্যস্থতাকারী
৯০- নায়েফ। অর্থ: উন্নত
৯১- নাবিল। অর্থ: মহানুভব
৯২- নাদিম। অর্থ: অন্তরংগ বন্ধু
৯৩- নাসিম। অর্থ: মৃদু সমীরণ
৯৪- নাসিব। অর্থ: অভিজাত, উচ্চবংশীয়

মেয়েদের নাম:

৯৫- বাদরিয়া। অর্থ: পুর্ণশশী
৯৬- বারিরা। অর্থ: কর্তব্যপরায়ণা
৯৭- তামান্না। অর্থ: আশা, বাসনা
৯৮- জাওহারা। অর্থ: হীরা, মুল্যবান পাথর
৯৯- হামিদা (হা+আলিফ+মিম+দাল+গোল তা) অর্থ: প্রশংসাকারিণী
১০০- হামীদা (হা+মিম+ইয়া+দাল+গোল তা) অর্থ: প্রশংসিতা
১০১- হানুনা। অর্থ: স্নেহশীলা, দয়াবতী
১০২- রায়েদা (রা+আলিফ+হামযা আলাস সতর+দাল+গোল তা)অর্থ: নেত্রী
১০৩- যাইনাব। অর্থ: সুগন্ধময় ফুল
১০৪- সালমা (সীন+লাম+মিম+গোল তা)অর্থ: সুশ্রী মেয়ে
১০৫- সালমা (সীন+লাম+মিম+আলিফ মাকসুরা বা খাটো আলিফ) অর্থ: একটি গাছের নাম, সুন্দরী স্ত্রীলোক
১০৬- সালওয়া। অর্থ: সান্তনা।
১০৭- সাবেরা। অর্থ: ধৈযশীলা
১০৮- সাফীয়া। (সোয়াদ+আলিফ+ফা+ইয়া+গোল তা)অর্থ: নির্মলা, পবিত্রা
১০৯- আবীর। অর্থ: সুগন্ধ
১১০- আযীযা। অর্থ: সম্মানীতা, প্রিয়তমা
১১১- আফিফা। অর্থ: পবিত্রা
১১২- মারিয়া। অর্থ: শুভ্র। (রাসুলুল্লাহ সা: এর এক স্ত্রীর নাম)
১১৩- মুহসিনা (মিম+হা+সোয়াদ+নুন+গোল তা)অর্থ: সুরক্ষিতা, নিস্কলংক।
১১৪- মুহসিনা (মিম+হা+সিন+নুন+গোল তা)অর্থ: পরোপকারিণী, দয়ালু।
১১৫- মারদীয়া। অর্থ: পরিতৃপ্তা, সন্তোষ্ট
১১৬- মুনীরা। অর্থ: দীপ্তীময়ী, আলোকজ্জলা
১১৭- নাবীলা। অর্থ: মহানুভবা
১১৮- নাওয়াল। অর্থ: উপহার
১১৯- নারজীস। অর্থ: সুগন্ধযুক্ত ফুল
১২০- হানীয়া। অর্থ: সুখী, আরামদায়ক।
১২১- উমাইরা। (আইন+মিম+ইয়া+রা+গোল তা)। অর্থ: দীর্ঘজীবন যার / জীবন /
আয়ু।(একজন মহিলা সাহাবীর নাম ‘উমাইরা বিনতু সাহল আল আনসারিয়া’)
১২২- রুফাইদাহ। (রা+ফা+ইয়া+দাল+গোল তা)অর্থ: মোহনার স্রোত / উপনদী
(একজন মহিলা সাহাবীর নাম ‘রুফাইদাহ আল আসলামিয়া আল আনসারিয়া’)
১২৩- আতেকা (আইন+আলিফ+তা+কাফ+গোল তা) অর্থ: মুক্ত, স্বাধীন
১২৪- আতেক্কা (আইন+আলিফ+তা+ক্কাফ+গোল তা) অর্থ: বিশুদ্ধ, পবিত্র
১২৫- আতেফা (আইন+আলিফ+তোয়া+ফা+গোল তা) অর্থ: স্নেহশীলা, কোমল হৃদয়া
১২৬- আয়িশা (আইন+আলিফ+হামযা আলাস সতর+শীন+গোল তা) অর্থ: প্রাণবন্তা,
সৌভাগ্যশালীনি।
১২৭- উরওয়া (আইন+রা+ওয়াও+গোল তা) অর্থ: বন্ধুত্ব বা নিরাপত্তার দৃঢ় বন্ধন বা
গিট।(একজন মহিলা সাহাবীর নাম)
১২৮- আসমা (আইন+সোয়াদ+মিম+আলিফ+হামযা আলাস সতর) অর্থ: বিরল, মুল্যবান,
হরিণ বা পাহাড়ী ছাগল।
১২৯- ইনান (আইন+নুন+আলিফ+নুন) অর্থ: মেঘমালা।
১৩০- ফারিদা (ফা+রা+ইয়া+দাল+গোল তা) অর্থ: একমাত্র, অদ্বিতীয়া
১৩১- লুবানা (লাম+বা+আলিফ+নুন+গোল তা) অর্থ: প্রত্যাশা, লক্ষ্য
১৩২- লাবীবা (লাম+বা+ইয়া+গোল তা) অর্থ: বিচক্ষণা, বুদ্ধিমতী
১৩৩- মাহবুবা (মিম+হা+বা+ওয়াও+বা+গোল তা) অর্থ: প্রিয়পাত্রী, প্রেমিকা
১৩৪- মাদিহা (মিম+দাল+ইয়া+হা+গোল তা) অর্থ: প্রশংসনীয়া
১৩৫- নাজলা (নুন+জীম+লামআলিফ+হামযা আলাস সতর) অর্থ: আয়তলোচনা, সুনয়না
১৩৬- নাজিবা (নুন+জিম+ইয়া+বা+গোল তা) অর্থ: সম্ভ্রান্ত বংশীয়া
১৩৭- নাসিবা (নুন+সিন+বা+গোল তা) অর্থ: উচ্চ বংশীয়া
১৩৮- হুমাইরা ((হা (হালক্কের মধ্যখান থেকে যেটি উচ্চারিত হয়)+মিম+ইয়া+রা+গোল
তা)) অর্থ: অরুণিমা। (আয়িশা রাদিয়াল্লাহু আনহার লাক্বব)
১৩৯- হুমাইরা ((হা (হালক্কের শুরু থেকে যেটি উচ্চারিত হয়)+মিম+ইয়া+রা+গোল
তা)) অর্থ: সামন্য বৃষ্টি, অল্প বর্ষা।
১৪০- ওয়ারদা (ওয়াও+রা+দা+গোল তা)অর্থ: গোলাপ ফুল
১৪১- ইয়াসমীনা (ইয়া+আলিফ+সিন+মিম+ইয়া+গোল তা) অর্থ: সুগন্ধী ফুল

ঋণস্বীকার: বই “নামকরণে ইসলামী পদ্ধতি”। লেখক: বাশীর বিন মুহাম্মাদ আল-মা’সুমী। মাক্কাতুল মুকাররামা, উম্মুল কোরা ইউনিভার্সিটি, সৌদী আরব।

বি: দ্র: মানুষের কল্যাণাকাংখা নিয়ে আমার এ লেখা। কাউকে হেয়/অপদস্ত করা উদ্দেশ্য নয়।

পঠিত : ১৬৭১ বার

মন্তব্য: ০