Alapon

কেয়ামতের যেসব আলামত বর্তমানে চলমান...


কিয়ামতের আলামত নিয়ে যদি আপনি ভালোভাবে স্ট্যাডি করেন, তাহলে ভয়ে চমকে উঠবেন। আর সাথে যদি মালাহিম ও ফিতানের অধ্যায়গুলোও পড়েন, তাহলে দুনিয়া আপনার কাছে একেবারে তুচ্ছ মনে হবে, পার্থিব ক্যারিয়ার, দুনিয়ার মোহ আর সম্পদের আকর্ষণ আপনার অন্তর থেকে উঠে যাবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, সাধারণরা তো দূরে থাক, অনেক আলিমও এসব অধ্যায় ভালো করে পড়েন না। মাদরাসাগুলোতেও এসব ব্যাপারে আলাদা গুরুত্ব দেওয়া হয় না। তাই এসব নিয়ে আলাপ করলেই কিছু মানুষ বিরোধিতা করে বলে যে, কিয়ামত এখনো বহু দেরি আছে! বস্তুত এরা না নিজে সতর্ক হয় আর না মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেয়। ফলে তারা-খাসিরাতিদ দুনইয়া ওয়াল আখিরাহ। তাছাড়া আমরা অনেকেই যারা ফিতান ও মালাহিম নিয়ে স্টাডি করি তারাও জানিনা যে বর্তমানে আমরা কোন কোন ফিতানের মধ্য দিয়ে সময় অতিক্রম করছি। কিছু কিতাবাদি ঘেটে নিচে এমন কিছু ফিতনার লিস্ট দেয়া হল, যেগুলোর মাঝে বর্তমানে আমাদের বসবাস। আর পাঠকগণের জন্য মোবারকবাদ যে, এ বিষয়ে অতিবৃহৎ আকারে গ্রন্থ প্রণয়নের কাজ চলছে।

কিয়ামতের যেসব আলামত বর্তমানে চলমান

১. যুদ্ধলব্ধ মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে।

২. আমানতকে গনিমত সাব্যস্ত করা হবে। (‘হালাল মনে করে খেয়ে ফেলবে।)

৩. জাকাতকে জরিমানা মনে করা হবে। (‘আদায় করতে কুন্ঠিত হবে।)

৪. ইলমে দ্বীন পার্থিব স্বার্থের জন্য অর্জন করা হবে।

৫. পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে।

৬. মায়ের অবাধ্যতা করতে শুরু করবে।

৭. বন্ধুকে নিকটে রাখবে ও পিতাকে দূরে সরিয়ে দেবে।

৮. মসজিদসমূহে হট্টগোল শুরু হবে।

৯. পাপাচারী ব্যক্তি কওমের নেতা হয়ে যাবে।

১০. হীনতম ব্যক্তি জাতির প্রতিনিধিত্ব করবে।

১১. অত্যচারের ভয়ে দুষ্ট লোকদের সম্মান করা হবে।

১২. গায়িকা নারীদের গান-বাদ্য ব্যাপক হবে।

১৩. বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে।

১৪. মদ পান করা হবে।

১৫. উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তীদের প্রতি অভিসম্পাত করবে।

(সুনানুত তিরমিজি : ৪/৬৫, হা. নং ২২১১, প্র. দারুল গারবিল ইসলামি, বৈরুত)

(সুনানুত তিরমিজি : ৪/৬৫, হা. নং ২২১২, প্র. দারুল গারবিল ইসলামি, বৈরুত)

(সুনানু ইবনি মাজাহ : ২/১৩৪৯, হা. নং ৪০৫৯, প্র. দারু ইহইয়াইল কুতুবিল আরাবিয়্যা)

১৬. সময় খুব দ্রুতবেগে অতিবাহিত হবে।

(সহিহু ইবনি হিব্বান : ১৫/২৫৭, হা. নং ৬৮৪২, প্র. মুআসসাসাতুর রিসালা, বৈরুত)

১৭. আমল কমতে থাকবে।

১৮. কৃপণতা বৃদ্ধি পাবে।

১৯. ফিতনা-ফাসাদ বেড়ে যাবে।

২০. অবৈধ হত্যা-খুন বাড়তে থাকবে।

(সহিহুল বুখারি : ৯/৪৮, হা. নং ৭০৬১, প্র. দারু তাওকিন নাজাত, বৈরুত)

২১. পৃথিবী থেকে ইলম উঠে যাবে, সমাজ অজ্ঞতায় ছেয়ে যাবে।

(সহিহুল বুখারি : ৯/৪৮, হা. নং ৭০৬৪, প্র. দারু তাওকিন নাজাত, বৈরুত)

২২. সন্তান মায়ের সাথে দাসীদের মতো আচরণ করবে।

২৩. রাখাল ও নিঃস্ব শ্রেণির লোকেরা সুবিশাল অট্টলিকা নির্মানে প্রতিযোগিতা করবে।

(সহিহু মুসলিম : ১/৩৬, হা. নং ৮, প্র. দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)

২৪. শুধু নিজের পরিচিত বিশেষ লোকদেরকেই সালাম দেওয়া হবে।

২৫. ব্যবসা-বানিজ্যের ব্যাপক প্রসার হবে।

২৬. স্ত্রী স্বীয় স্বামীকে ব্যবসায় সহযোগিতা করবে।

২৭. আত্মীয়তার সম্পর্ক শিথিল ও ছিন্ন হয়ে যাবে।

২৮. মিথ্যা সাক্ষ্য ব্যাপকতা লাভ করবে আর সত্যকে লুকানো হবে।

২৯. লেখালেখি ও প্রচার মাধ্যমের ব্যাপক উন্নয়ন ঘটবে।

(মুসনাদু আহমাদ : ৬/৪১৬, হা. নং ৩৮৭০, প্র. মুআসসাসাতুর রিসালা, বৈরুত)

৩০. অশ্লীলতা ও লজ্জাহীনতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

৩১. প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা হবে না; বরং অসদাচরণ করা হবে।

৩২. খিয়ানতকারীকে আমানতদার আর আমানতদারকে খিয়ানতকারী বলা হবে।

(মুসনাদু আহমাদ :১১/৬৪, হা. নং ৬৫১৪, প্র. মুআসসাসাতুর রিসালা)

৩৩. কালো খিজাব ব্যবহার করা।

(সুনানু আবি দাউদ : ৪/৮৭, হা. নং ৪২১২, প্র. আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরুত)

৩৪. অযোগ্য লোকদের ক্ষমতায় বসানো।

(সহিহুল বুখারি : ৮/১০৪, হা. নং ৬৪৯৬, প্র. দারু তাওকিন নাজাত, বৈরুত)

৩৫. মিথ্যা বৃদ্ধি পাবে।

৩৬. ঘনঘন বাজার-ঘাট গড়ে উঠবে।

(মুসনাদু আহমাদ : ১৬/৪২২, হা. নং ১০৭২৪, প্র. মুআসসাসাতুর রিসালা, বৈরুত)

৩৭. হতাহত এত বেশি হবে যে, হত্যাকারী ও নিহত কেউ-ই জানবে না যে, কেন হত্যাকাণ্ড ঘটল?

(সহিহু মুসলিম : ৪/২২৩১, হা. নং ২৯০৮ প্র. দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)

৩৭. পার্থিব লোভে মানুষ রাতারাতি দীন-ধর্ম পরিবর্তন করে ফেলবে।

(সুনানুত তিরমিজি : ৪/৫৮, হা. নং ২১৯৭, প্র. দারুল গারবিল ইসলামি, বৈরুত)

৩৮. উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের কারও কোনো পরোয়া থাকবে না।

(সুনানুন নাসায়ি : ৭/২৪৩, হা. নং ৪৪৫৪, প্র. মাকতাবুল মাতবুআতিল ইসলামিয়্যা, হালব)

৩৯. জালিম শাসক ও প্রশাসন জনগণকে অন্যায়ভাবে শাস্তি দেবে, শারীরিক নির্যাতন করবে।

৪০. উলঙ্গ-অর্ধালঙ্গ নারীদের দেখা মিলবে।

(সহিহু মুসলিম : ৩/১৬৮০, হা. নং ২১২৮, প্র. দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)

৪১. ইহুদি-খ্রিষ্টানদেরকে পদে পদে অনুসরণ করা হবে।

(আস-সুন্নাহ : পৃ. ১৮, হা. নং ৪৩, প্র. মুআসসাসাতুল কুতুবিস সাকাফিয়্যা, বৈরুত)

৪২. নতুন চাঁদ দুদিনের চাঁদের মতো বড় মনে হবে।

৪৩. মসজিদ রাস্তাঘাটের মতো ব্যবহৃত হবে।

৪৪. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।

(আল-মুজামুস সগির, তাবারানি : ২/২৬০, হা. নং ১১৩২, প্র. আল-মাকতাবুল ইসলামি, বৈরুত)

৪৫. বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, কিন্তু ফসল উৎপন্ন হবে না।

(মুসনাদু আহমাদ : ১৯/৪১৭, হা. নং ১২৪২৯, প্র. মুআসসাসাতুর রিসালা, বৈরুত)

৪৬. ভূমিকম্প বৃদ্ধি পাবে।

(সহিহুল বুখারি : ২/৩৩, হা. নং ১০৩৬, প্র. দারু তাওকিন নাজাত, বৈরুত)

৪৭. মসজিদের সৌন্দর্য ও চাকচিক্য নিয়ে গর্ব করা হবে।

(সুনানু আবি দাউদ : ১/১২১, হা. নং ৪৪৯, প্র. আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরুত)

৪৮. হত্যা এত ব্যাপকভাবে বেড়ে যাবে যে, নিজের ভাই-ভাতিজী ও নিকটাত্মীয়দেরকেও হত্যা করা হবে।

(সুনানু ইবনি মাজাহ : ২/১৩০৯, হা. নং ৩৯৫৯, প্র. দারু ইহইয়াইল কুতুবিল আরাবিয়্যা)

৪৯. মক্কার পাহাড় খুঁদে পানির নালা বের করা হবে এবং তার প্রাসাদগুলো পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যাবে।

(মুসান্নাফু ইবনি আবি শাইবা : ৭/৪৬১, হা. নং ৩৭২৩২, প্র. মাকতাবাতুর রুশদ, রিয়াদ)

৫০. সমাজে সুদ এত ব্যাপক হয়ে যাবে যে, কেউ চাইলেও এ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবে না।

(মুসতাদরাকুল হাকিম : ২/১৩, হা. নং ২১৬২, প্র. দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)

৫১. পুরুষ ও নারী উভয় শ্রেণির মাঝে সমকামিতা বেড়ে যাবে।

(আল-মুজামুল কাবির, তাবারানি : ১০/২২৮, হা. নং ১০২৫৬, প্র. মাকতাবাতু ইবনি তাইমিয়া, কায়রো)

৫২. মানুষ নিজ স্ত্রীকে তালাক দিয়ে পরে তা অস্বীকার করবে এবং এভাবেই তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে অবৈধ সহবাসের দরুন সমাজে অসংখ্য জারজ সন্তানে ভরে যাবে।

(আল-মুজামুল আওসাত, তাবারানি : ৫/১২৭, হা. নং ৪৮৬১, প্র. দারুল হারামাইন, কায়রো)

পঠিত : ১৩৬৪ বার

মন্তব্য: ০