Alapon

ছোটবেলার শবে বরাত

ছোটবেলার শবে বরাত ছিলো অন্য রকম। সকাল থেকে চলতো আমাদের প্রস্তুুতি। তখন পকেটে টাকা থাকতো না। বড়লোক বন্ধু ছিলো তাহসীন।সে কোথা থেকে বিভিন্ন ধরনের আতশ বাজি, পটাশ বোম যোগাড় করে ফেলতো।

আমি সকাল থেকে খুঁজে ফিরতাম শেষ হয়ে যাওয়া কলম। কলম থেকে কলমের নীপ আলাদা করে, সেখানে দিয়াশলাইয়ের কালো লোহিত ফসফরাস কলমের নীপে ঢুকিয়ে রাখতাম। এটা ছোট বোমা হলেও আওয়াজ হতো কান ফাটানোর মতো।

মাগরিবের নামাজ পড়ে এসেই কম্পাস আর বানানো ছোট্ট কলমের নীপের বোম নিয়ে বের হতাম।

তখন লাইনে পলাশ ভাইদের ছাদটা ছিলো বেশ উঁচু। পুরো এলাকা দেখা যায়। আতশ বাজি যে যেদিকে পারছে, মারছে।সাথে পটাশ বোমের আওয়াজে কানে তালা লেগে যায়।একটা বোমা ফুটিয়ে সকলে লুকিয়ে পড়তাম।মুরব্বিরা বের হয়ে খুঁজতে থাকে আমাদের।আর না পেয়ে গালিগালাজ করে আবার ঘরে ঢুকে যায়। আবার আমরা বের হয়ে বোমা ফুটিয়ে হাওয়া হয়ে যাই। এ যেনো মুরব্বিদের সাথে চোর পুলিশ খেলা চলে।

তখন কোনো ফোনের যুগ ছিলো না আমাদের। তাই কোনো সেলফি তোলার প্রশ্নই আসে না।

একবার এক ঘরের উপর লেগে গেলো আগুন।টিনের উপর কাগজে গিয়ে পড়লো আতশ বাজি। বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে আমাদের দস্যুদল। পরের কয়েকদিন লাইনের মুরব্বিদের দেখলে লুকিয়ে পড়া ছিলো, আমাদের কাজ।

কি ছিলো সেই দিনগুলো। আহ, আবার যদি পেতাম ফিরে সোনালী সেই সব দিন।

পঠিত : ৫৯২ বার

মন্তব্য: ০