Alapon

কখন যাকাত দিতে হবে এবং কাকে কাকে দেওয়া যাবে...?


গত বছর থেকে যাকাত নিয়ে পড়াশোনা করছিলাম। মোটামুটি যা পেয়েছি তা হল.....

০। যাকাত লিখে কোরআনে সার্চ দিয়ে আয়াত পেয়েছি ৫৯ টি। সুতরাং বুঝতেই পারছেন আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন যাকাতকে।

১। যাকাত কোন দয়া বা দান নয়। যাকাত গরীবের কাছে ধনীর ঋণ। পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা বা পয়সাওয়ালার হাজ্জ্বের মতোই ফরজ। আদায় না করলে জাহান্নাম অবধারিত।

২। আপনার যদি দৈনন্দিন সকল খরচ ও ঋণ বাদে যদি শুধু ৫০/৬০ হাজার টাকা থাকে বা
৭০/৮০ হাজার টাকার সোনা বা রুপা থাকে বা সোনা+রুপা মিলে ৫০/৬০ হাজার টাকার থাকে কিংবা সোনা+রুপা+টাকা মিলে ৫০/৬০ হাজার উদ্ধৃত থাকে তবে অবশ্যই মোট সম্পদের উপর আপনাকে ২.৫% যাকাত দিতে হবে। (বর্তমান ৫২.৫ ভরি @ ৯৫০+- রুপার দাম অনুযায়ী)

৩। ১ তোলা=এক ভরি;

৪। ইন্সুইরেন্স, জিপিএফ, সঞ্চয়পত্র, ব্যাংকে নগদ বা ডিপোজিট থাকলে তার উপর যাকাত দিতে হবে; (বর্ধিত হয় এমন সম্পদ)

৫। বাড়ি, গাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি, আসবাবপত্রের উপর যাকাত আদায় করতে হবে না;

৬। যাকাত প্রদানের খাত আটটিঃ (সুরা আত-তাওবা-৬০)
1. ফকির
2. মিসকীন
3. যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী
4. অমুসলিমদের
5. ক্রীতদাস (মুক্তির উদ্দেশ্যে)
6. ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ
বেশী
7. জেহাদে রত ব্যক্তি
8. মুসাফির

৭। যাকাত রমজানেই দিতে হবে এমন নয়। অন্য যে কোন সময় ধরে এক বছর হিসাব কষে যাকাত দেয়া যাবে;

৮। ছেলে,মেয়ে, নাতি পুতিদের যাকাত দেয়া যাবেনা একইভাবে বাবা,মা, দাদা,দাদী, নানা, নানীদেরও দেয়া যাবে না।
৯। শাড়ি, লুঙ্গি, ২০০/৫০০ টাকা দেয়ার চেয়ে একজনকে এমনভাবে দিন যেন আগামী বছর সে আর যাকাতপ্রার্থী না থাকে।
১০। মসজিদের উন্নয়নে যাকাতের টাকা দেয়া যাবে না।
১১। নিজের ভাই, বোন বা নিকট আত্মীয়কে অগ্রাধিকার দিন।

আল্লাহ আমাদের রোজগারকে হালাল করুন। মানুষের প্রাপ্য মানুষকে বুঝিয়ে দেয়ার মানসিকতা দিন। সমাজে ধনী গরীবের ব্যবধান ঘুচিয়ে দিন। আমীন।

পঠিত : ৬৬৬ বার

মন্তব্য: ০