ছবি বা স্ক্যান পিডিএফ থেকে লেখা কপি করবেন যেভাবে
তারিখঃ ২৭ মে, ২০২০, ২৩:১২
আপনি যদি কোনো স্ক্যান পিডিএফ বা ছবি থেকে লেখা কপি করতে চান তাহলে এই টিপসটি ফলো করুন। এই পদ্ধতিতে বাংলা, ইংরেজি, আরবি লেখা স্ক্যান পিডিএফ, ছবি এমনকি পরিষ্কার হাতের লেখা খাতা থেকেও টেক্সট আলাদা করতে পারবেন।
স্টেপ:
১.
Gmail জিমেইলে লগইন করুন
২.
Google Drive গুগোল ড্রাইভে গিয়ে ছবিটা ড্রাইভে আপলোড করুন
৩. এরপর ছবির উপর রাইট বাটন চেপে Open With _ Google docs এ ক্লিক করুন দেখবেন ছবি থেকে লেখা আলাদা হয়ে গেছে।
ভিডিওতে দেখুন :
https://youtu.be/Lx1I_JJhaawhttps://youtu.be/Lx1I_JJhaaw
এভাবে বাংলা ইংরেজি লেখা স্ক্যান পিডিএফ বা ছবি থেকেও টেক্সট কপি করতে পারবেন। তবে হাতের লেখা হতে হবে মোটামুটি পরিষ্কার। আর পিডিএফেরপ প্রতিটি পেজকে আলাদা ছবি বানাতে চান তাহলে Pdf to Jpg নামের এই ছোট্ট সফটওয়্যারটি কাজে লাগাতে পারেন। যেসব ওয়েবসাইট থেকে লেখা কপি করা যায় না সেগুলোর স্ক্রিনশট নিয়ে এভাবে টেক্সট আলাদা করতে পারবেন।
Pdf to jpg free version (15 mb) download link:
https://drive.google.com/open?id=1e03jMkun3JUoAQfQqXigpngO5dIyoaMThttps://drive.google.com/open?id=1e03jMkun3JUoAQfQqXigpngO5dIyoaMT

মন্তব্য: ০