Alapon

সাম্প্রতিক সময়ে যেসব স্কলারদের লেকচার আমাকে মুগ্ধ করেছে...


সম্প্রতি সময়ে আমি অনেক আলেমের লেকচার শুনেছি। তারমধ্যে কয়েকজনের নামোল্লেখ করছি। তাদের লেকচার শুনতে পারেন। গ্রুপে একজন এ বিষয়ে জানতে চেয়ে একজন পোস্টও দিয়েছিলেন।

* ড. রমজান আল বুতি (সিরিয়ান বিখ্যাত স্কলার। শত শত লেকচার আছে আরবিতে। কিছু আছে ইংরেজি সাবটাইটেলসহ। বলতে গেলে আমার সবচেয়ে প্রিয় বক্তা।)

* শায়েখ মুতাওয়াল্লী শারাওয়ী (মিশরের বিখ্যাত আলেম। ইংরেজি সাবটাইটেলসহ ছোট ছোট ভিডিও ইউটিউবে পাওয়া যায়। কিন্তু এতো চমৎকার যে দেড় মিনিটের আলোচনা আপনার সমস্ত মস্তিষ্কে ঝাকি দিয়ে দিবে)

* হামজা ইউসুফ (ইংরেজি ভাষার বক্তাদের মধ্যে বেশ ভালো। শোনার সময় উনার রাজনৈতিক চিন্তা এড়িয়ে গেলে ভালো কিছু পাবেন।)

* ড. শাদি আল মাসরি (তরুণ স্কলারদের মধ্যে উনি আমার সবচেয়ে প্রিয়। ইউটিউবে কিছু ভিডিও মিলে। পোডকাস্ট ইন্টারনেটে পাওয়া যায়। ফেসবুক পেজেও কিছু লাইভ পাওয়া যায়)

* ড. আকরাম নদভি (ইউটিউবে যা পাওয়া যায় সব শুনে ফেলুন। একজন সত্যিকার আলেম। বর্তমান সময়ে ভারতীয় উপমহাদেশে জন্ম নেওয়া এমন আলেম কমই। আস সালাম ইনস্টিটিউটে উনার কোর্সগুলোও করতে পারেন)

* ড. হাতেম আল হাজ্জ (বিষয়ভিত্তিক কিছু দরস আছে উনার। চমৎকার। তবে উনার ইংরেজি কিছুটা কঠিন মনে হয়েছে। নম্র ভদ্র সত্যিকার আলেম)

* তারিক জামিল (ইসলামকে হৃদয় দিয়ে অনুভব করতে তারিক জামিল সাহেবের বয়ানের মতো উমদা জিনিস কম হয়)

* ইয়াসির কাজী (সিরাহ সিরিজ ও সাহাবা সিরিজ ইংরেজি ভাষায় তার অসাধারণ কাজ। ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীন শোনা যায়।)

* আলি হাম্মুদা (ছোট ছোট আলোচনা। কিন্তু চমৎকার। ফিলিস্তিনের তরুণ আলেম)

* শায়েখ জহির মাহমুদ (ইতিহাস বিষয়ক যেসব আলোচনা পাওয়া যায় সবই দারুণ। ইতিহাসকে হৃদয়ে গেথে দেওয়ার মতো)

* ড. মুহাম্মদ মুসা আল শরিফ (সৌদি আরবের চমৎকার এক আলেম। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ মনীষীদের নিয়ে উনার একটা সিরিজ আছে। আরবিতে হলেও ইংরেজি সাবটাইটেল সহ। এমন খাটি জিনিস খুব কম হয়। ইংরেজিতে উনার নাম লিখে সার্চ দিলেই পাবেন।)

* আব্দুর রহমান বিন ইউসুফ আল মুংগের (ভারতীয় বংশদ্ভূত অসাধারণ একজন আলেম। বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন। বর্তমান সময়ের বড় আলেমদের একজন। ইংরেজিতে অসংখ্য আলোচনা উনার। বিষয়ভিত্তিক আলোচনাগুলো চমৎকার।)

* বিলাল আসাদ (ইংরেজিভাষী বক্তাদের মধ্যে অত্যন্ত সুমিষ্টভাষী একজন বক্তা। বিভিন্ন বিষয় লেকচার আছে। পরকাল নিয়ে পচিঁশ পর্বের একটা সিরিজ আছে।)

আরও অনেকের আলোচনা শুনেছি। সবার আলোচনাই ভালো লেগেছে। এরমধ্যে উপরোল্লিখিত কয়েকজনের নাম খেয়াল আছে। উনাদের শোনলে ধর্মীয় জ্ঞান লাভ করার সাথে সাথে ইংরেজিও শিখে ফেলতে পারবেন। উনার নাম নাম ইংরেজিতে লিখে সার্চ দিলেই হবে। শুনতে চাইলে ন্যূনতম এই কষ্টটুকু করতেই হবে। আমি ইন্টারনেট কিনে খুজে নিয়েছি, শুনেছি৷ আপনাদের প্রায় সবারই ওয়াইফাই আছে। খুজে নেওয়ার মতো কষ্টটুকু করতে না চাইলে কষ্ট করে না শোনাই হবে উত্তম।

যারা আরবি বুঝেন তাদের জন্য ইংরেজিতে ধর্মীয় লেকচার শোনার প্রয়োজনীয়তা নেই বা খুব কম। যারা ইংরেজি বুঝেন তাদের জন্য বাংলায় ধর্মীয় লেকচার শোনার প্রয়োজনীয়তা খুব খুব কম। অল্প কয়েকজন আলোচকের আলোচনা ছাড়া আরবি ও ইংরেজির তুলনায় বাংলা আলোচনা অত্যন্ত দুর্বল। তাই গড়পড়তা বললে আরবি ও ইংরেজি না শুনে বাংলা শোনা সময়ের অপচয়। যারা উর্দু বুঝেন তাদেরও উচিত না বাংলা শোনা। কারণ বাংলার চেয়ে উর্দু আলোচনা অনেক সমৃদ্ধ। তাই বলে কি বাংলায় ভালো আলোচক নেই? আছেন। যেমন: ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা হাসান জামিল, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা তাহমিদুল মাওলা, মুফতি মুস্তাকুন্নবী। আরও কয়েকজন আছেন যাদের নাম আমার মনে আসছে না।

- শরীফ সাইদুর

পঠিত : ৪২১ বার

মন্তব্য: ০