Alapon

আপনি কি লেখক হতে চান...?


তাহলে..

১.
পড়াকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। অনেক অনেক পড়ুন।
সব ধরনের পড়া। সামনে যা পান, সব। শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন, এমন যা আছে, সব।
লেখক হওয়ার প্রথম শর্ত হলো গভীর, মনোযোগী, পরিশ্রমী ও অবিরাম পাঠক হওয়া। পড়ার প্রেমে পড়া।

২.
ফিকশন, মানে গল্প-উপন্যাস, এর পাশাপাশি নন ফিকশন, মানে প্রবন্ধ, গ্রন্থ সমালোচনা, ইতিহাস, আত্নজীবনী- এসব পড়ার অভ্যাস গড়ে তুলুন। মননকে শক্তিশালী করা ও বিশ্লেষণী শক্তি বাড়াতে ননফিকশন সাহায্য করে

৩.
চোখ কান খোলা রাখুন। দেশে বিদেশে কোথায় কি হচ্ছে, তার খবর রাখুন। সেগুলোর নির্মোহ বিশ্লেষণ করতে শিখুন।

৪.
পৃথিবীর সেরা বইগুলি ধারাবাহিকভাবে পড়তে থাকুন। বড় লেখক হতে চাইলে বড় লেখার সাথে পরিচয় থাকতে হবে।

৫.
দেখার দৃষ্টিকে গভীর করুন। বিশ্লেষণী দৃষ্টি নিয়ে দেখুন চারপাশ, মানুষ, সমাজ, রাষ্ট্র। দরদী হৃদয় নিয়ে তাদের সমস্যা ও তা দূর করার উপায় নিয়ে ভাবুন।
একটা কথা মনে রাখা দরকার। কেবল নিজের স্বার্থ নিয়ে বিচলিত থাকা মানুষদের পক্ষে লেখক হওয়া কঠিন নয় কেবল, অসম্ভব।

৬.
প্রতিদিন একটু একটু করে লিখুন। কে কি বলবে, এই লাজুকতা ঝেরে ফেলুন। অন্যের বলায় আপনার কি যায় আসে?
আপনি আপনার ভাবনা, বিশ্লেষণ, অভিজ্ঞতা, মতামত- লিখতে থাকুন। শুরুতে নাহয় কেবল আপনার টাইমলাইনেই লিখুন। পরে পাঠশালায় দিন।
নিজের লেখা বারে বারে পড়ুন। প্রয়োজনে লেখা সংশোধন করে শব্দ বা বাক্যবিন্যাস আরো সুন্দর করুন। এভাবে লেখাটা আরো সমৃদ্ধ হবে।

৭.
লেখায় প্রান্তিকতা পরিহার করুন। মানে রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শিক বিশ্বাসে অন্ধ হওয়া এবং নিজের মত জোড় করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা বাদ দিন। এমন লেখায় পাঠকদের আস্থা থাকে না। মত প্রকাশে নির্মোহ ও যুক্তিপূর্ণ হোন।
আরেকটি কথা। নিজের মত বললেই হবে না কেবল, ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে অন্যের মত শুনতেও হবে। মনে রাখতে হবে, চরমপন্থা বড় লেখক হওয়ার পথে বড় অন্তরায়।

৮.
ভাষার উপর দখল মজবুত করুন। মনে রাখতে হবে একজন লেখকের গুরুত্বপূর্ণ অস্র ভাষা। শিল্পীত শব্দ ও সুবিন্যস্থ বাক্যবিন্যাস লেখাকে সুখপাঠ্য এবং পাঠককে মুগ্ধ করে।

৯.
ভ্রমণের অভ্যাস গড়ে তুলুন। দেশে ও বিদেশে।
এখন তো করোনাকাল। আল্লাহর রহমতে সব স্বাভাবিক হলে, নিয়ত করেন ধীরে ধীরে পুরো দেশটা ঘুরে দেখার। আর সামর্থ হলে দুনিয়া।

মনে রাখতে হবে, লেখক হতে হলে, শুধু পড়লেই হয় না, দেখার অভ্যাসও থাকতে হয়। ঘুরে ঘুরে দেশ ও দুনিয়া দেখা।

পৃথিবীর প্রায় সব সেরা লেখক ভ্রমণপ্রিয়। কারন ভ্রমণ, চিন্তাকে শক্তিশালী করতে সাহায্য করে।

- শাহাদাত হোসাইন

পঠিত : ৮৫০ বার

মন্তব্য: ০