Alapon

আমি আসক্ত

আমি আসক্ত
হাফিজুর রহমান রুবেল

আমি নেশায় নয়,
অসহায়দের ভালোবাসায় আসক্ত।
রাস্তার পাশের সেই গরীব মানুষগুলি,
ছেড়া পোশাক, নোংরা শরীর,
যা দিয়ে ছড়ায় দুর্গন্ধ।
যেগুলো দেখে তোমরা বিরক্ত,
আমি সেই অসহায়দের ভালোবাসায় আসক্ত।

যাদের মনে হাজারও চাপা কষ্ট,
অনাহারি দিন, কাটে নির্ঘুম রাত।
চোখ দুটি সবসময় অশ্রুসিক্ত।
আমি তাদেরই ভালোবাসায় আসক্ত।

নেই কোন স্বপ্ন, খুঁজে না সুখ,
উজ্জল হয়না কখনও তাদের মুখ।
নির্দিষ্ট কাজে থাকেনা ব্যস্ত।
আমি তাদেরই ভালোবাসায় আসক্ত।
‌তেরা‌তো খে‌য়েই যাচ্ছ পেট পু‌রে,
বাকীটা রে‌খে যাচ্ছ জমা ক‌রে,
কিছু ম‌ানুষ দিন কাটায় অনাহা‌রে।
চাই‌লে সাহায‌্য হ‌য়ে যাও তিক্ত,
আ‌মি তা‌দের ভা‌লোবাসায় আসক্ত।

দিন, মাস, বছর কেটে যায়
রাস্তা, বাসস্ট‌্যাণ্ড কিংবা গাছতলায়,
কেউ কি তাদের দিকে ফিরে তাকায়?
সহানুভূতি দেখিয়েও হয় না অনুতপ্ত,
আমি তাদেরই ভালোবাসায় আসক্ত।

পঠিত : ৪৫৫ বার

মন্তব্য: ০