Alapon

উত্তম মৃত্যুর দুআ...


মৃত্যুই হল আখিরাতের জীবনে প্রবেশ করার একমাত্র উপায়৷ মৃত্যুর মাধ্যমেই পরকালের পথে যাত্রা শুরু৷ পরকালের জীবনের এই শুরুটা যেন সুন্দর হয় সেটা কে না চায়। আমরা যেন খাটি দিলে তওবা করে ঈমানের সাথে সুন্দর ভাবে মৃত্যুবরণ করতে পারি সেই জন্য আল্লাহ তায়ালার কাছে সবসময় চাইতে হবে। সুন্দর কিছু দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ভাল মৃত্যু চাইতে পারি।

১.
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ

আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ।

হে আল্লাহ! আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই। (তিরমিজি ২১৪০)

২.

رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

রব্বানা-আফরিগ ‘আলাইনা-সবরওঁ ওয়া তাওয়াফফানা-মুছলিমীন

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।’ (সুরা আল-আরাফ- আয়াত ১২৬)

৩.
فَاطِرَ السَّمٰوٰتِ وَالْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى الدُّنْيَا وَالْءَاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِالصّٰلِحِينَ

ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালিই ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ, তাওয়াফফানী মুসলিমাওঁ ওয়া আলহিক্বনী বিসসলিহীন।

হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন’। (সুরা ইউসুফ- আয়াত ১০১)

৪.
اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওয়ায'আল মাওতি ফি বালাদি রাসুলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

"হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শহরে দিন।"
(সহীহ বুখারী: ১৮৯০)

৫.
اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ ‏أَوْ سَكَرَاتِ الْمَوْتِ

আল্লাহুম্মা আ'য়িন্নি 'আলা গমারা-তিল মাওতি আও সাকারা-তিল মাওত

‘হে আল্লাহ, মৃত্যুকষ্ট ও মৃত্যুযন্ত্রণা হ্রাসে আমাকে সহায়তা করুন।’

[সুনানুত তিরমিজি : ৯৭৮]

৬.
‎ َنَّصُوحَةً قَبْلَ الْمَوْت ‎َاَللَّهُمَّ أَرْزُقْنِي تَوْ

আল্লাহুম্মারযুক্বনি তওবাতান্নাসু-হাহ, ক্ববলাল মাউত।

হে আল্লাহ! আপনি আমাকে মৃত্যুর পূর্বে খাটি দিলে তওবা করার সুযোগ দিন। (ইবনে মাজাহ ৩৮৩৪)

৭.

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﺘَّﺮَﺩِّﻱ، ﻭَﺍﻟْﻬَﺪْﻡِ، ﻭَﺍﻟْﻐَﺮَﻕِ، ﻭَﺍﻟْﺤَﺮِﻳﻖِ ،

আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাত-তারাদ্দী ওয়াল হাদমি, ওয়াল গরক্বি ওয়াল হারীক্ব,

(হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি উঁচু স্থান থেকে পড়ে এবং কোনো কিছুর নিচে চাপা পড়ে এবং অগ্নিকান্ড ও পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে,)

ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﻳَﺘَﺨَﺒَّﻄَﻨِﻲ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻋِﻨْﺪَ ﺍﻟْﻤَﻮْﺕِ ،

ওয়া আঊযুবিকা আইঁয়াতাখাব্বাতানিয়াশ-শায়ত্বানু ইনদাল মাউত

(আর আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করতে না পারে)

ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻣُﻮﺕَ ﻓِﻲ ﺳَﺒِﻴﻠِﻚَ ﻣُﺪْﺑِﺮًﺍ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻣُﻮﺕَ ﻟَﺪِﻳﻐًﺎ
ওয়া আঊযুবিকা আন আমূতা ফী সাবীলিকা মুদবিরা, ওয়া আউযুবিকা আন আমূতা লাদীগ।

(এবং আপনার আশ্রয় চাচ্ছি যাতে আপনার রাস্তায় জিহাদকালে পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মারা না যাই। আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যাতে সর্প দংশনে মারা না যাই।)

( সহিহুল জামি,হা:১২৮২; সনদ সহিহ)

8.
اللَّهُمَّ اجْعَلْ خَيْرَ عُمْرِي آخِرَهُ ، وَخَيْرَ عَمَلِي خَوَاتِمَهُ ، وَخَيْرَ أَيَّامِي يَوْمَ أَلْقَاكَ

আল্লাহুম্মাজ আল খয়রি উমরি আখিরহ, ওয়া খয়রি আমালি খওয়াতিমাহ, ওয়া খয়র আই ইয়ামি ইয়াওমা আলক্বক।

হে আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ সময় যেন আমার মৃত্যুর সময়টি হয়, শ্রেষ্ঠ আমল যেন আমার শেষ আমলটি হয়, শ্রেষ্ঠ দিন যেন তোমার সাথে সাক্ষাৎ এর দিনটি হয়।

(Musannaf Ibn Abi Shaybah, Hadith: 30124 & Amali Ibn Bishran, Hadith: 1042)

9.
الَّهُمَّ اجْعَلْ خاَتِمَةَ عَمَلِي صَلاةَ الفَجْرِ
আল্লাহুম্মাজ আল খতিমাতা আমালি সালাতাল ফাজর।

হে আল্লাহ, আমার জীবনের শেষ আমল যেন ফজরের সালাত হয়।

পঠিত : ১৯২৭ বার

মন্তব্য: ০