Alapon

পিসিতে সফটওয়্যার ছাড়া অথবা মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন যেভাবে



তোলা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাটা খুব সহজ নয়। তার জন্য অবশ্যই কোনো অ্যাপ বা ফটোশপের সাহায্য নিতে হয়। ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয়। তবে একটি ওয়েবসাইটে এই কাজটি অনেক সহজে ও ফ্রিতে করা যায়-

যেভাবে পিসিতে কোনো সফটওয়্যার ছাড়া অথবা স্মার্ট ফোনে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন-

কাজের ধাপ:

১. ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য প্রথমে www.remove.bg ওয়েবসাইটে যাবেন
www.remove.bg

২. ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপলোড ফটো অপশনে ক্লিক করতে হবে।


৩. চাইলে Edit অপশন থেকে বাড়তি ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন


৪. এরপর ডাউনলোড করতে পারবেন (ফুল রেজল্যুশনের জন সাইনআপ প্রয়োজন)


* এক কালার ব্যাকগ্রাউন্ড থাকলে সেসব ছবির ব্যাকগ্রাউন্ড মোছার জন্য ওয়েবসাইটটি পারফেক্ট।

ধন্যবাদ

পঠিত : ১৫৪১ বার

মন্তব্য: ০