Alapon

ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা এবং কিছু কথা...


কিছুদিন আগে এক সাহিত্য আড্ডায় আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। সেখানে আমার বয়সি, সেইসাথে আমার চেয়েও বেশি বয়সি পাঠকরা ছিলেন। প্রত্যেকেই নিজের ভালোলাগার সাবজেক্ট নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে আমার পালা আসল। আমি বললাম, আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস। এমনকি আমার পড়াশোনার সাবজেক্টও ইতিহাস।

ইতিহাস কেন ভালো লাগে সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললাম, বিখ্যাত দার্শনিক আলেকজান্ডার সলজেনিতসিন বলেছিলেন, ‘যদি কোনো জাতিকে বুলেট ছাড়াই ধ্বংস করতে চাও, তবে সেই জাতিকে নিজের ইতিহাস ভুলিয়ে দাও।’

দার্শনিক সাহেবের এই উক্তি আমি পড়েছিলাম প্রায় ৮ বছর আগে। তখন থেকেই এই উক্তিটা আমার মনের ভিতরে গেধে গেছে। এই উক্তিটা আমি কখনোই ভুলতে পারি না, আর পারবোও না। কারণ, এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর তার কথার প্রমাণ তো ভরি ভরি দেখতে পাই। আমরা জাতি হিসেবে হীনমন্য। আর এই হীনমন্যতা এসেছে নিজের অতীত সম্পর্কে না জানার কারণে। অর্থাৎ আমাদের বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে না জানার কারণে। আমরা প্রায়শ একটা কথা শুনি, বাঙালির হাজার বছরের ইতিহাস। কিন্তু ইতিহাস ঘাটতে শুরু করলে আমাদের ইতিহাস শুরু হয় ১৯৭১ সাল থেকে! তারপরও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্পষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না। আর এই মিথ্যে বুলির মধ্য দিয়ে আমাদের মধ্যে হীনমন্যতার চারা গাছ বড় হচ্ছে।

হয়ত সেই উপলব্ধি থেকেই মজলুম সাংবাদিক আবুল আসাদ সাহেব বলেছিলেন, ‘খেয়াল করে দেখবেন, এখন বাজারে পুরনো ইতিহাসের বইগুলো পাওয়া যায় না। এমনকি পাবলিক লাইব্রেরীগুলোতেও এসব ইতিহাসের বই সহজলভ্য নয়। মূলত, বাজার থেকে পুরনো ইতিহাসের বইগুলো গায়েব করা হচ্ছে। এই জাতিকে নিজের ইতিহাস ভুলিয়ে রাখার জন্যই এই জঘন্য কাজটি তারা করছে।’

জর্জ বার্নাড শ বলেছিলেন, ‘ইতিহাস থেকে আমরা যা শিক্ষা পাই তা হচ্ছে, ইতিহাস থেকে মানুষ কোনো শিক্ষা নেয় না।’

জর্জ বার্নাড শ এর কথাটাও যুক্তিসঙ্গত। ইতিহাসে আমরা এমন অনেক জাতির কথা জানতে পারি, যারা গোটা বিশ্ব প্রতাপের সাথে শাসন করার পরও কর্পূরের মত বিলিন হয়ে গেছে। যেমন, মঙ্গলরা। চেঙ্গিস খানকে বলা হয় পৃথিবীর অর্থেক জনসংখ্যার বায়োলজিক্যাল ফাদার। অথচ সেই মঙ্গলদের আর অস্তিত্ব নিয়ে সংকট চলছে। তারা আজ পৃথিবীর একটা ক্ষুদ্র জনগোষ্ঠিতে পরিণত হয়েছে। কেন তাদের এই বেহাল দশা হল, ইতিহাস থেকে কেউই কিন্তু শিক্ষা নেয় না।

আর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল বলেছিলেন, ‘যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, নিজেদের ধ্বংস ডেকে আনার মাধ্যমে তারা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়।’

ইতিহাসের পুনরাবৃত্তি যেন না ঘটে, নিজের ভিতরে যেন হীনমন্যতার চারা গাছ জন্মাতে না পারে, নিজের অস্তিত্ব নিয়ে যেন কখনো হতাশায় ভুগতে না এ কারণেই ইতিহাস আমার প্রিয় সাবজেক্ট।

পঠিত : ৮৮৩ বার

মন্তব্য: ০