Alapon

একজন মজলুম আলেম শায়খ সালমান আল আওদা...


শায়খ সালমান আল-'আওদা। পুরো নাম: সালমান বিন ফাহদ বিন আব্দিল্লাহ আল-খালিদী।
১৯৫৬ সালে সৌদি আরবের আল-কাসীম নামক এলাকায় জন্ম নেয়া এই বিদগ্ধ ব্যক্তিটি একাধারে একজন 'আলিম, দা'ঈ, ইসলামি চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব।

সাধারণ মানুষের পালস ধরতে পেরে তাদের বোধ উপযোগী করে ইসলামের প্রেজেন্টেশনে যে গুটিকয়েক মানুষজন সফলতার সাথে কাজ করে যাচ্ছিলেন, তিনি তাদের অন্যতম।
পড়াশোনা করেছেন বুরাইদা অঞ্চলের বিখ্যাত ইন্সটিটিউট আল-মা'হাদ আল-'ইলমী তে। পাশাপাশি তিনি সৌদি আরবের বিখ্যাত আলিমদের শিষ্যত্ব গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন। তাঁদের মধ্য থেকে অন্যতম ছিলেন:
১) শাইখ 'আব্দুল 'আযীয বিন বায (রাহিঃ)
২) শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-'উসায়মীন (রাহিঃ)
৩) শাইখ আব্দুল্লাহ বিন জিবরীন (রাহিঃ)

ভদ্রলোক একধারে আল-কুরআনের হাফিয ছিলেন। বিভিন্ন শার'ঈ ক্লাসিক্যাল বই মুখস্ত ও আত্মস্থ করেছিলেন। যেমন:
১) আল-উসূল আস-সালাসা
২) আল-কাওয়া'ইদ আল-আরবা'আ
৩) কিতাব আত-তাওহীদ
৪) আল-আকীদাহ আল-ওয়াসিতিয়্যাহ
৫) মাতান আল-আজরুমিয়্যাহ
৬) নুখবাহ আল-ফিকর
৭) নুযহাত আন-নাযর (নুখবাহর ব্যাখ্যাগ্রন্থ)
৮) মুখতাসার সহীহ মুসলিম সহ প্রভৃতি বইপত্র।

তাঁর বেশ কিছু পাঠক সমাদৃত বইয়ের নাম:
১) ইশরাকাত কুরআনিয়্যাহ (Quranic Insight)
২) মা'আল মুস্তাফা (রাসূলের সাথে)
৩) মা'আল আইম্মাহ (ইমামদের সাথে)
৫) কাইফা নাখতালিফু (আমরা কিভাবে ইখতিলাফ করবো)
৬) আদাবুল হিওয়ার (আলোচনার ম্যানার)
৭) মান য়ামলিকু হাক্ক আল-ইজতিহাদ (যে ইজতিহাদ করার অধিকার রাখে)
৮) দাওয়াবিত লিদ-দিরাসাত আল-ফিকহিয়্যাহ
৯) 'ইশরুনা তারিকাহ লি আর-রিয়া
১০) আল-ফাইলাসূফ আর-রাব্বানী
১১) রিসালাহ ইলাল-আব
১২) আসইলাতুস-সাওরাহ
থেক্ব শুরু করে আরো অসংখ্য মস্টারপিস বই রচনা করেছেন।
এছাড়াও পেশাগত জীবনে তিনি ছিলেন:
★ আল-মা'হাদ আল-'ইলমী, বুরাইদাহ এর শিক্ষক
★ইমাম মুহাম্মাদ বিন সা'ঊদ ইউনিভার্সিটির শিক্ষক।
★ ইসলাম আল য়াওম গ্রুপের সেক্রেটারি জেনারেল
★ আল-হাইআহ আল-'আলামিয়্যাহ লি-নুসরাতিল মুস্তাফা এর সেক্রেটারি জেনারেল
★ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস এর সদস্য

২০১৭ সাল থেকে "টেরোরিজম" উস্কে দেয়ার অপবাদ মাথায় নিয়ে জেলে আছেন।

আল্লাহ এই মহান 'আলিম ও দা'ঈকে জালিমদের ক্রোধ থেকে রক্ষা করুন।

পঠিত : ৯২৮ বার

মন্তব্য: ০