Alapon

কিছু ভালোলাগা


ভালোলাগে অলস সকাল
ভালোলাগে মিষ্টি বিকাল
হারিয়ে যায় দূর অজানায়।

ভালোলাগে লুকোচুরি
ভালোলাগে মনোহরি
সারা জীবন এক অাঙ্গীনায়।

ভালোলাগে বৃষ্টি ভেজা
ভালোলাগে অাড্ডা মজা
হারানো সেই স্মৃতির পাতা।

ভালোলাগে লিখতে পড়তে
ভালোলাগে জীবন গড়তে
অলসতায় শূন্য খাতা।

ভালোলাগে চাঁদ অার তারা
ভালোলাগে ঝর্ণা ধারা
ছুটছে দেখো নিজ ঠিকানায়।

ভালোলাগে অাকাশের নীল
ভালোলাগে উড়ন্ত চিল
হারিয়ে যায় দূর অজানায়।

সকাল বেলা
১৪/০৮/১৭ ইং

পঠিত : ১৬০ বার

ads

মন্তব্য: ০