Alapon

বিশুদ্ধ স্বপ্নের বাতাস



নিরাশার দোলাচলে ক্লান্ত মনে
বাড়ে সুতীব্র আর্তনাদ,
পৃথিবীটা হয়ে ওঠে ক্ষণেক্ষণে
যেন যন্ত্রণার বাগান।

তবুও আশাবাদী মন --
ভুলে যায় সব ক্লেশ,
যেতে হয়।

কারণ,নিরাশা-হতাশারা বড্ড যন্ত্রণার!
পুড়েপুড়ে দেয় মন,বুকের গহীণ!
তাই আজ,নিত্য আঁকি বুকে
- সবুজ স্বপন!

বিশুদ্ধ সেই স্বপনের বাতাসের আঁছড়ে
মনে জাগে প্রণোদনা,তাজা হয়ে উঠে
-- ছুঁয়ে ছুঁয়ে যায়!!

বিশুদ্ধ স্বপ্নের বাতাস/রেদওয়ান রাওয়াহা
২৭-০৩-১৯

পঠিত : ৫৪১ বার

মন্তব্য: ০