Alapon

চলতি পথে

চলার পথে অনেক ঘটনায় ঘটে অামাদের জীবনে। তেমনই কিছু কথা অাজ শেয়ার করার চেষ্টা করছি।


১) রাজবাড়ি থেকে কুষ্টিয়া ফেরার পথে। গোয়ালন্দ স্টেশনে অাসলাম। এক পুলিশ ডাকলো। ভাবছি হয়তো ব্যাগ চেক করবে। কাছে গিয়ে দেখি ধারনা ভুল। বলে কোথাই যাবে? বললাম কুষ্টিয়া।  অামাকে একটা রুম দেখিয়ে দিলো। বললো এখানে বসো। অামি বললাম, অাচ্ছা ঠিক অাছে একটু পরে অাসছি। এর মধ্যে টিটির সাথে দেখা বলছে কোথাই যাবে? অামি বললাম কুষ্টিয়া। তখন বলছে ৯০ টাকা ভাড়া হয় ৭০ দাও। অামি বললাম অাচ্ছা পরে অাসছি।


ফ্রেস হয়ে,( অামার সাথে ২ জনের পরিচয় হলো) অামি বললাম টাকা অামি ওদের হাতে দিচ্ছি না। যা যায় সরকারি ক্ষাতে দিবো।


টিকেট কাউন্টারে গেলাম। ১০০ টাকা নিলো। টিকেট পকেটে রাখলাম। কি মনে হলো বের করলাম। দেখি ৮৭ টাকা লেখা।  পরে কম্পিলেন করলে বলছে কেটে লিখে দিয়েছি।৯৭ টাকা। কিন্তু নিয়েছে ১০০ টাকা।


এখানে অামি চেষ্ট করলে ৫০/৬০ টাকায় যেতে পারতাম। কিন্তু ৮৭ টাকার ভাড়া ১০০ নিলো।


হায়রে সোনার দেশ অামার...


২) পরে মনে হলো এদেরতো দোষ নেই। একটা ঝাড়ু দারের চাকুরিতেও ১০-১২ লক্ষ টাকা লাকছে। এদেরও তো টাকা উসুল করার দরকার 

পঠিত : ৬৮৩ বার

মন্তব্য: ০